পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রতিদ্বন্দ্বী ধোনির থেকে শিক্ষা নিতে চান পন্থ - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

14 তম আইপিএলে দিল্লির অধিনায়কত্বের ব্যাটন ঋ৷ষভের হাতে ৷ কারণ নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সময় চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ৷ পন্থ এখনও পর্যন্ত 68টি আইপিএল ম্যাচে 2 হাজার 79 রান করেছেন ৷

ধোনির থেকে শিক্ষা নিতে চান শিক্ষানবিশ পন্থ
ধোনির থেকে শিক্ষা নিতে চান শিক্ষানবিশ পন্থ

By

Published : Apr 6, 2021, 10:31 PM IST

মুম্বই, 6 এপ্রিল : আরও বেশি করে শিখতে চান দিল্লি ক্যাপিটালসের নবনিযুক্ত অধিনায়ক ঋষভ পন্থ ৷ প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ দিল্লি ৷ সেই ম্যাচ থেকেই ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির থেকে শিখতে চান দিল্লির পোস্টার বয় ৷ তাই এই উইকেট রক্ষক ব্যাটসম্যান ধোনির বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছেন ৷

দিল্লি ক্যাপিটালসে প্রকাশিত একটি ভিডিয়োতে পন্থকে বলতে শোনা যায়, ‘‘ অধিনায়ক হিসেবে আমার প্রথম ম্যাচে মাহি ভাইয়ের দলের বিপক্ষে ৷ এটা আমার জন্য ভাল অভিজ্ঞতা হতে চলেছে ৷ আমি ওর থেকে অনেক কিছু শিখেছি ৷ ক্রিকেটার হিসেবে আমারও কিছু অভিজ্ঞতা হয়েছে ৷ আমি আমার অভিজ্ঞতা ও ধোনি ভাইয়ের থেকে শিক্ষা নিয়ে সিএসকের বিরুদ্ধে কিছু আলাদা করতে চাইব ৷

14 তম আইপিএলে দিল্লির অধিনায়কত্বের ব্যাটন ঋ৷ষভের হাতে ৷ কারণ নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সময় চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ৷ পন্থ এখনও পর্যন্ত 68টি আইপিএল ম্যাচে 2 হাজার 79 রান করেছেন ৷ কোটিপতি লিগে দিল্লির অধিনায়কত্ব করতে মুখিয়ে আছেন তিনি ৷ বলছেন প্রতিটি সুযোগ কাজে লাগাতে চান ৷

পন্থ বলেন, ‘‘আমাকে সুযোগ দেওয়ার জন্য সমস্ত কোচ, ক্রিকেটার ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই ৷ আমি প্রতিটি সুযোগ কাজে লাগাতে চাই ৷ আমরা এখনও পর্যন্ত খেতাব জিততে পারিনি ৷ কিন্তু এই বছর খেতাব জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব ৷ শেষ তিন বছর দল হিসেবে আমরা দারুন খেলেছি ৷ আমাদের প্রস্তুতিও ভাল হয়েছে ৷ সবাই খেলার জন্য মুখিয়ে আছি ৷ সবাই তাঁদের 100 শতাংশ দিতে তৈরি ৷ এবং অধিনায়ক হিসেবে আমি এটাই চাই ৷

কোচ রিকি পন্টিংয়ের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পন্থ বলেন, ‘‘রিকি শেষ দুই বছর আমাদের হয়ে দারুন কাজ করেছে ৷ দলে প্রচুর পজিটিভ এনার্জি এনেছেন রিকি ৷ যখন তুমি তোমার কোচের থেকে শিখতে পারো, তখন এর থেকে ভাল আর কিছু হয় না ৷’’

ABOUT THE AUTHOR

...view details