চেন্নাই, 19 এপ্রিল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2021-র 13 তম ম্যাচে মাঠে নামতে চলেছে গত মরসুমের দুই ফাইনালিস্ট মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস ৷ 2020 সালের আইপিএলের ফাইনালে হারের বদলা নিতে কি পারবে তরুণ অধিনায়ক ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ? নাকি ফের একবার বাজিমাত করবে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স ?
এখনও পর্যন্ত দুটি দলই তিনটি করে ম্যাচ খেলেছে ৷ এবং দুটি দলই দুটি করে ম্যাচ জিতেছে ৷ এই মেগা এনকাউন্টারে নামার আগে দিল্লি ও মুম্বই, দু’জনেই তাদের শেষ ম্যাচে জয়ের মুখ দেখেছে ৷ পয়েন্ট টেবিলেরও দুই ও তিন নম্বরে আছে দুটি দল ৷
শেষ ম্যাচে পঞ্জাব কিংসের 196 রানের টার্গেট অনায়াসেই পার করে যায় দিল্লি ক্যাপিটালস ৷ 6 উইকেটে ম্যাচ ঘরে তোলে তাঁরা ৷ সৌজন্যে শিখর ধাওয়ানের দুরন্ত 92 রানের ইনিংস ৷ বর্তমানে কমলা টুপির মালিকও শিখর ধাওয়ান ৷ এখনও পর্যন্ত তিনটি ম্যাচে 186 রান করেছেন গব্বর ৷