দুবাই, 22 সেপ্টেম্বর : পাল্লা ভারী ছিল পঞ্জাবের দিকেই ৷ শেষ ওভারে জেতার জন্য বাকি ছিল মাত্র চার রান ৷ কিন্তু, কার্তিক ত্যাগীর দুরন্ত বোলিংয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিল ৷ পঞ্জাব কিংসকে দুই রানে হারাল রাজস্থান রয়্যালস ৷
টস হেরে প্রথম ব্যাটিং করে দারুণ শুরু করে রাজস্থান ৷ এভিন লুইস ও জস্বশী জসওয়াল ওপেনিং জুটিতে প্রথম পাঁচ ওভারে 54 রান যোগ করে দারুণ শুরু দেয় ৷ 21 বলে 36 রান করে লুইস আউট হওয়ার পর ক্রিজে আসেন ক্যাপ্টেন স্যামসন ৷ কিন্তু তাঁকে শুরুতেই ফেরান ইশান ৷ বছরের শুরুতেই নিলামে বাংলার এই পেসারকে কিনেছিল পঞ্জাব। এদিন শামির সঙ্গেই ঈশানকে খেলান পঞ্জাব কোচ অনিল কুম্বলে। অভিষেক ম্যাচে 4 ওভারে 39 রান দিয়ে একটি উইকট নেন ঈশান।
ক্যাপ্টেন দ্রুত ডাগ-আউটে ফিরলেও জসওয়াল ও লিয়াম লিভিংস্টোনের লড়াই রাজস্থান ইনিংসকে এগিয়ে নিয়ে যায় ৷ তবে লিভিংস্টোন ব্যক্তিগত 17 রানে আউট হওয়ার পর ক্রিজে আসেন মহিপাল ৷ শুরু থেকেই আক্রমণাত্ম ব্যাটিং করে ঝড় তোলেন তিনি ৷ তবে মহিপাল আউট হওয়ার পর তাসের ঘরের মত ভেঙে পড়ে রয়্যালস ব্যাটিং ৷ মূলত, চার জনের ব্যাটেই পঞ্জাবকে বড় রানের টার্গেট দেয় রাজস্থান ৷