পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ধোনি-রায়নার সঙ্গে খেলা স্বপ্নের মতো ! - gowtham in csk

মিনি-নিলামে গৌতমের নাম উঠলে, তার বেস প্রাইস ছিল 20 লাখ টাকা । এই দামেই নিলামে ঝাঁপান কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস । কলকাতা 20 লাখ দিয়ে দরাদরি শুরু করলেও, শেষ পর্যন্ত চেন্নাই 9 কোটি 25 লাখ টাকায় কিনে নেন গৌতমকে ।

k gowtham
k gowtham

By

Published : Feb 19, 2021, 1:34 PM IST

চেন্নাই,19 ফেব্রুয়ারি : গতকাল থেকে শুরু হয়েছে আইপিএলের নিলাম । অনেক খেলোয়ারদের যেমন ভাগ্য ফিরেছে, অবিক্রিত থেকে গেছেন অনেক ক্রিকেটার । এরক মধ্যেই, আন্তর্জাতিক ম্যাচ না খেলা সবথেকে দামি ভারতীয় ক্রিকেটার হয়েছেন কৃষ্ণাপ্পা গৌতম । তাঁকে এবার দেখা যাবে চেন্নাইয়ের হলুদ জার্সিতে । তবে এই দামের তকমা তাঁর খেলার উপর কোনও প্রভাব ফেলবে না, এমনটাই জানান গৌতম ।

বুধবার মিনি-নিলামে গৌতমের নাম উঠলে, তার বেস প্রাইস ছিল 20 লাখ টাকা । এই দামেই নিলামে ঝাঁপান কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস । কলকাতা 20 লাখ দিয়ে দরাদরি শুরু করলেও, শেষ পর্যন্ত চেন্নাই 9 কোটি 25 লাখ টাকায় কিনে নেন গৌতমকে । স্বাভাবিকভাবেই গৌতম এই দল নতুন দল নিয়ে খুবই খুশি । তিনি একটি ভিডিয়োতে নিজের খুশি প্রকাশ করে বলেন, আমার এই খুশি ব্যাক্ত করার কোনও ভাষা নেই । আমি এখনও বুঝে উঠতে পারছি না । " তিনি এই দলে সুযোগ পাওয়াকে স্বপ্ন সার্থক হওয়া বলেন । তিনি এও বলেন,"আমি সর্বদা মাহি-ভাইয়ের থেকে অনুপ্রাণিত হই । মানুষ এবং খেলোয়াড় হিসাবে সে অনন্য । যেভাবে খেলা শেষ করে মাঠ ছাড়েন তা দুরন্ত । " তিনি আরও বলেন, ভারতীয় দুই প্রাক্তন খেলোয়াড় রায়না এবং ধোনি দুজনেই প্রচুর অভিজ্ঞ, এবং ওনাদের থেকে অনেক কিছু শেখার আছে । একই সঙ্গে ড্রেসিংরুম ভাগ করতে পারবেন এই ভেবেই তিনি আর নিজেকে সামলাতে পারছেন না । রায়না ও ধোনির থেকে খেলার বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে সহজে পার করা যায় তাই শিখতে চান তিনি ।

তিনি এও জানান, নিজের দাম নিয়ে তিনি চিন্তিত নন । দলের হয়ে পারফর্ম করতে চান তিনি । তিনি বলেন, বেশি দামে তাঁকে কেনা হয়েছে বলে সর্বদা তাঁর উপর নজর থাকবেই । আর এটা যেন না তাঁর পারফর্মম্যান্সের উপর প্রভাব না ফেলে সেই বিষয়েই অবগত থাকতে চান তিনি ।
আরও পড়ুন : সবচেয়ে দামি ক্রিস মরিস থেকে মুম্বইয়ে সচিন-পুত্র, একনজরে আইপিএল নিলাম

চেন্নাই এই বছর ছয় খেলোয়াড় কিনেছেন । তাঁর মধ্যে রয়েছেন ইংল্যান্ডের অল রাউন্ডার মইন আলি, কৃষ্ণাপ্পা গৌতম এবং চেতেশ্বর পুজারা ।

ABOUT THE AUTHOR

...view details