পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 7, 2021, 3:11 PM IST

ETV Bharat / sports

ফের করোনার থাবা আরসিবি শিবিরে, আক্রান্ত ড্যানিয়েল স্যামস

করোনা আক্রান্ত হলেন আরসিবি-র অস্ট্রেলিয়ান ক্রিকেটার ড্যানিয়েল স্যামস ৷ তিনি 3 এপ্রিল চেন্নাইয়ের টিম হোটেলে ওঠেন ৷ তারপর আজ তাঁর দ্বিতীয়বারের করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷

ipl-2021-daniel-sams-of-rcb-tests-positive-for-covid-19
ফের করোনার থাবা আরসিবি শিবিরে, এবার আক্রান্ত ড্যানিয়েল স্যামস

নয়াদিল্লি, 7এপ্রিল : এবার করোনায় আক্রান্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরও এক ক্রিকেটার ৷ করোনায় আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যানিয়াল স্যামস ৷ বুধবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তবে, ড্যানিয়েল স্যামস গত 3 এপ্রিল চেন্নাইয়ের টিম হোটেলে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে প্রবেশ করেছিলেন ৷ তারপর দু’দিন পর তাঁর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয় ৷ আজ সেই সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ এর আগে আরসিবি-র ওপেনার দেবদত্ত পড়িক্কল করোনা আক্রান্ত হন ৷

আরসিবি-র তরফে টুইটারে এ নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, ‘‘ড্যানিয়েল স্যামস 3 এপ্রিল করোনার নেগেটিভ রিপোর্ট নিয়ে টিম হোটেলে প্রবেশ করেন ৷ 7 এপ্রিল তাঁর দ্বিতীয়বারের করোনা পরীক্ষার কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ এই মুহূর্তে স্যামসের শরীরে করোনার কোনও লক্ষণ ধরা পড়েনি এবং তিনি আইসোলেশনে রয়েছেন ৷ সেই সঙ্গে মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করছে ৷"

আরও পড়ুন : করোনার থাবা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, কোভিড পজ়িটিভ কিরণ মোরে

সেই সঙ্গে এও জানানো হয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চিকিৎসকদের দল লাগাতার ড্যানিয়েল স্যামসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৷ সেই সঙ্গে বিসিসিআই-র স্বাস্থ্যবিধি মেনে তাঁর চিকিৎসা করা হচ্ছে ৷ বিসিসিআই-র কোভিড নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার কোভিড পজ়িটিভ হলে তাঁকে বায়ো সিকিওর বাবলের বাইরে, নির্ধারিত স্থানে 10 দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে ৷ আর এই 10 দিনের মধ্যে তাঁর মধ্যে কোনওরকম লক্ষণ দেখা দিলে তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করাতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details