নয়াদিল্লি, 7এপ্রিল : এবার করোনায় আক্রান্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরও এক ক্রিকেটার ৷ করোনায় আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যানিয়াল স্যামস ৷ বুধবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তবে, ড্যানিয়েল স্যামস গত 3 এপ্রিল চেন্নাইয়ের টিম হোটেলে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে প্রবেশ করেছিলেন ৷ তারপর দু’দিন পর তাঁর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয় ৷ আজ সেই সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ এর আগে আরসিবি-র ওপেনার দেবদত্ত পড়িক্কল করোনা আক্রান্ত হন ৷
আরসিবি-র তরফে টুইটারে এ নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, ‘‘ড্যানিয়েল স্যামস 3 এপ্রিল করোনার নেগেটিভ রিপোর্ট নিয়ে টিম হোটেলে প্রবেশ করেন ৷ 7 এপ্রিল তাঁর দ্বিতীয়বারের করোনা পরীক্ষার কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ এই মুহূর্তে স্যামসের শরীরে করোনার কোনও লক্ষণ ধরা পড়েনি এবং তিনি আইসোলেশনে রয়েছেন ৷ সেই সঙ্গে মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করছে ৷"