মুম্বই, 5 এপ্রিল : নির্দিষ্ট সূচি অনুযায়ী হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2021 ৷ জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ মহারাষ্ট্র সরকার সপ্তাহান্তে লকডাউন ঘোষণা করার পরই বিসিসিআই সভাপতি আইপিএল সম্পর্কে এই নিশ্চিয়তা দেন ৷
সাংবাদ মাধ্যমে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ বলেন, ‘‘সবকিছু সূচি অনুযায়ী হবে ৷’’ শুক্রবার সন্ধ্যা 8টা থেকে সোমবার সকাল 7টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে মহারাষ্ট্রে ৷ তবে জানানো হয়েছে যে জরুরি পরিষেবা ও যানচলাচল ( যেমন বাস, ট্রেন ও ট্যাক্সি পরিষেবা) স্বাভাবিক থাকবে ৷
মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী নবাব মালিক বলেন, ‘‘আজ একটি ক্যাবিনেট মিটিং ছিল ৷ সেখানে কোভিড সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কঠিন নিয়ম বানানো হয়েছে, যেগুলি আগামীকাল রাত 8টা থেকে বলবৎ হবে ৷ নাইট কারফিউ চলবে রাত 8 টা থেকে সকাল 7টা পর্যন্ত ৷’’ তিনি আরও বলেন, ‘‘মহারাষ্ট্র জুড়ে শুক্রবার রাত 8টা থেকে সোমবার সকাল 7টা পর্যন্ত কড়া লকডাউন থাকবে ৷ সমস্তদিক বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’’