হায়দরাবাদ, 3 মার্চ : আইপিএল 14 কোন শহরে খেলা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে গভর্নিং কাউন্সিল ৷ দেশের সব শহরের কোভিড-19 পরিস্থিতির উপর আইপিএলের গভর্নিং কাউন্সিল নজর রাখছে ৷ আর সেই মতোই পরিস্থিতি বিচার করে গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেবে ৷ ভেনু সংক্রান্ত বিতর্ক নিয়ে এমনটাই জানাল বিসিসিআই-র একটি সূত্র ৷ প্রসঙ্গত, গতকালই আইপিএল 14 থেকে মোহালিকে বাদ দেওয়া নিয়ে বিসিসিআইকে চিঠি দিয়ে তার কারণ জানতে চান পঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়া ৷ যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে ৷
এদিন বিসিসিআই-র ওই সূত্রের তরফে বলা হয়েছে, পঞ্জাব না হায়দরাবাদ সেটা সম্পূর্ণটাই একটা জল্পনা স্তরে রয়েছে ৷ আমরা শীঘ্রই আইপিএল গভর্নিং কাউন্সিলের একটি বৈঠক করব ৷ কী করা উচিত সেখানেই আমরা সিদ্ধান্ত নেব। এখনও পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত করা হয়নি ৷ ফ্র্যাঞ্চাইজিগুলিকে ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়ার আগে বিসিসিআই রাজ্য সরকারগুলির সঙ্গে কথা বলে, তাদের কাছ থেকে অনুমতি নেবে ৷
একাধিক রাজ্যে এই মুহূর্তে করোনার সংক্রমণ বেড়েছে ৷ ফলে সেই সব রাজ্যে আইপিএল আয়োজন করা কতটা নিরাপদ হবে ? তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ৷ অন্যদিকে, আইপিএলের সময় দেশের চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট রয়েছে ৷ তাই নিরাপত্তার বিষয়টিতেও বিসিসিআই জোর দিচ্ছে ৷ এ নিয়ে বিসিসিআই-র ওই সূত্র জানিয়েছে, যে সময় এই টুর্নামেন্ট আয়োজন করা হবে, সেই সময় নির্বাচন শুরু হয়ে যাবে ৷ আর সেক্ষেত্রে বিসিসিআই সংশ্লিষ্ট প্রশাসনের কাছ থেকে আশ্বাস চাইবে যে, ম্যাচের সময় কোনও অযাচিত ঘটনা ঘটবে না ৷
আরও পড়ুন : আইপিএলের সম্ভাব্য ভেনুতে বাদ মোহালি, বিসিসিআইকে চিঠি নেস ওয়াদিয়ার
অন্যদিকে, পঞ্জাব কিংসের হোম গ্রাউন্ড মোহালিকে সম্ভাব্য ভেনুর তালিকায় না রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ এ নিয়ে তিনি বিসিসিআই-কে ব্যক্তিগতভাবে চিঠি লিখে আবেদন জানাবেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর ৷ এই বিষয়টি নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে কথা হবে বলে জানিয়েছে বিসিসিআই-র ওই সূত্র ৷