দুবাই, 14 অক্টোবর : চতুর্দশ আইপিএল ফাইনালে মুখোমুখি ছন্দে থাকা কলকাতা নাইট রাইডার্স ও ভরসাযোগ্য চেন্নাই সুপার কিংস ৷ ঘরের মাঠে 2021 আইপিএলের প্রথম পর্বে সুপার কিংস দুরন্ত ছন্দে থাকলেও মরু শহরে দ্বিতীয় পর্বে স্বপ্নের ফর্মে কেকেআর ৷ অর্থাৎ খেতাবের লড়াইয়ে শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আমনে-সামনে দুই পর্বের সেরা দুই দল ৷ মরু শহরে ট্রফি জয়ের লড়াই টুর্নামেন্টের দ্বিতীয় ও তৃতীয় সফলতম দলের ৷
2012 আইপিএল ফাইনালে দেখা হয়েছিল চেন্নাই-কলকাতার ৷ চেন্নাই এক্সপ্রেস থামিয়ে প্রথম আইপিএল চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিল কিং খানের কলকাতা ৷ মনবিন্দর বিসলার 48 বলে 89 রানের ঝোড়ো ইনিংসে ভর করে সুপার কিংসকে হারিয়ে ট্রফি জিতেছিল কেকেআর ৷ দু'বছর পর অর্থাৎ 2014 আইপিএল ফাইনাল পঞ্জাব কিংস-কে হারিয়ে দ্বিতীয়বার আইপিএল ট্রফি জেতে কলকাতা ৷ সেবার নাইটদের খেতাব জয়ে বড় ভূমিকা ছিল মণীশ পান্ডের 94 রানের দুরন্ত ইনিংস ৷ এবার নাইটদের ফাইনালে তোলার অন্যতম দুই কারিগর হলেন ভেঙ্কটেশ আইয়ার ও সুনীল নারাইন ৷
তবে শাহরুখের দলের তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়নের পথে হল্ট সেই চেন্নাই ৷ নাইট সমর্থকরা নয় বছর আগের চিপকের পুনরাবৃত্তি চান দুবাইয়ে ৷ মরু শহরে দারুণ ছন্দে রয়েছে কেকেআর ৷ চলতি টুর্নামেন্টে মরু শহরে 9টি ম্যাচের মধ্যে সাতটি জিতে ফাইনালে উঠেছে কলকাতা ৷ আর লিগের শেষ তিনটি ম্যাচ হেরে প্লে-অফে ওঠা চেন্নাই প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে ওঠে ৷ এপ্রিলে ঘরের মাঠে আইপিএলের প্রথম পর্বে সাত ম্যাচের মধ্যে মাত্র 2টি জিতেছিল নাইট রাইডার্স ৷ কিন্তু মরু শহরে দ্বিতীয় পর্বে লিগের শেষ সাতটি ম্যাচের পাঁচটি জিতে প্লে-অফে জায়গা করে নেয় কলকাতা ৷ এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালের টিকিট পায় কেকেআর ৷
আরও পড়ুন :বিশ্বকাপে ভারত-পাক মহারণ নিয়ে মউকা মউকা বিজ্ঞাপন ভাইরাল
নাইটরা ফাইনালে উঠলেও ক্যাপ্টেন মরগ্য়ানের ব্যাটে রানের হাহাকার ৷ মরু শহরে 9টি ম্যাচে নাইট অধিনায়কের ব্যাট থেকে এসেছে মোট 37 রান ৷ সর্বোচ্চ স্কোর 13 ৷ মাত্র একবার দু'অঙ্কের রানে পৌঁছন মরগ্যান ৷ বুধবার দিল্লির বিরুদ্ধে দলের প্রয়োজনে তাঁর অবদান ছিল 3 বলে শূন্য ৷ অর্থাৎ টস জেতা ছাড়া কোনও অবদান নেই নাইট অধিনায়কের ৷ আর প্রথম কোয়ালিফায়ারে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটে ঝড় তুলে দলকে ফাইনালে তোলেন চেন্নাই ক্যাপ্টেন ধোনি ৷ লিগে দু'বারের সাক্ষাতে দুবারই কলকাতাকে হারিয়েছে চেন্নাই ৷