হায়দরাবাদ, 2 এপ্রিল: 15 বছর আগে 18 এপ্রিল শুরু হয়েছিল আইপিএল ৷ এই 15 বছরে এটা 16তম সিজন টি-20 ক্রিকেটের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় লিগের ৷ এই 15 বছরে বহু রেকর্ড তৈরি ও মুহূর্ত তৈরি হয়েছে আইপিএল-এ ৷ আর সবার আগে যে রেকর্ড তৈরি হয়েছিল, তা ছিল আইপিএল এর প্রথম ম্যাচে ৷ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্রেন্ডন ম্যাককালামের 158 রানের ইনিংস ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিংকে একার হাতে সেদিন শেষ করে দিয়েছিলেন প্রাক্তন এই কিউয়ি ব্যাটার ৷
যে চিন্তাধারা নিয়ে আইপিএল শুরু হয়েছিল, তার সঠিক রূপায়ণ হয়েছিল 18 মে 2008 সালে ৷ প্রথম ম্যাচে ব্র্যান্ডন ম্যাককালাম যেন স্টেটমেন্ট জারি করেছিলেন, টি-20 ক্রিকেট তথা আইপিএল হবে দর্শকদের মনোরঞ্জনের জন্য ৷ সেখানে চার-ছক্কার বন্যা বইবে ৷ এই 15 বছরে সেটাই করে দেখিয়েছে আইপিএল ৷ কিন্তু, অন্যদিকে বোলারদের দাপটও দেখেছে ক্রিকেটের এই সেরা লিগ ৷ প্রথম ম্যাচে যেখানে কেকেআর 3 উইকেট হারিয়ে 222 রান তুলেছিল ৷ সেখানে আরসিবি মাত্র 82 রানে অল আউট হয়ে যায় ৷
তবে, সেই দাপুটে পারফর্ম্যান্স কেকেআর ধরে রাখতে পারেনি ৷ প্রথম বছরের আইপিএল এর আকাশে জ্বলজ্বল করছিল দু’টো দল ৷ রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস ৷ ফাইনালে মহেন্দ্র সিং ধোনির সিএসকে-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস ৷ পরেরবার পুরোপুরি উলটপুরাণ ৷ আগের সিজনে টেবিলের সবচেয়ে নিচে থাকা দুই দল ফাইনাল খেলে ৷ আর সবার নিচে থাকা ডেকান চার্জার্স চ্যাম্পিয়ন হয় 2009 সালে ৷ তবে, ধারাবাহিকতার প্রশ্নে একটা দলের ধারেকাছে কেউ ঘেষতে পারেনি ৷ সেটা হল চেন্নাই সুপার কিংস ৷ 2015 সাল পর্যন্ত প্রতিবার আইপিএল-এর প্লে-অফে ধারাবাহিকভাবে খেলে এসেছে সিএসকে ৷