নয়াদিল্লি, 16 মে : ‘‘আগের দিনের থেকে আরও শক্তিশালী হয়ে প্রত্যেকদিনের সকাল শুরু করি’’!! ইনস্টাগ্রামে এই বার্তাই দিলেন ভারতের নয়া বাঁ হাতি পেস বোলার টি নটরাজন ৷ হাঁটুর চোটের কারণে আইপিএল 14’র শুরুতেই ছিটকে গিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার ৷ গত এপ্রিল মাসে চেন্নাইয়ে তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয় ৷ তারপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন নটরাজন ৷ এই মুহূর্তে বাড়িতেই রিহ্যাবে রয়েছেন তিনি ৷ সেই ছবি পোস্ট করেই এই বার্তা দিয়েছেন ভারতীয় বাঁ হাতি পেসার ৷
করোনা সংক্রমণের জেরে মাঝ পথেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে আইপিএল 14 ৷ তবে, তারও আগে এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের বাঁ হাতি পেসার টি নটরাজন ৷ হাঁটুতে চোটের কারণে আইপিএল’র প্রথম কয়েকটি ম্যাচে খেললেও, পরবর্তী সময়ে অস্ত্রোপচার করানোর জন্য আইপিএল থেকে সরে দাঁড়ান তিনি ৷ গত এপ্রিল মাসে সফল অস্ত্রোপচার হয়েছে নটরাজনের ৷