চেন্নাই, 6 মে: আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্যরানে আউট হওয়ার রেকর্ড করলেন রোহিত শর্মা ৷ রেকর্ড হলেও কোনও সম্মানজনক কৃতিত্ব তো নয়ই ৷ পাশাপাশি এই রেকর্ড 'হিটম্যান' পদবির একেবারে পরিপন্থী ৷ সুনীল নারাইন, দীনেশ কার্তিক এবং মনদীপ সিংয়ের সঙ্গে এতদিন এক সারিতে ছিলেন মুম্বই অধিনায়ক ৷ কিন্তু শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে দীপক চাহারের বলে ল্যাপ শট খেলতে গিয়ে কোনও রান না-করেই প্যাভিলিয়নে ফেরেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক ৷ আর সেই সঙ্গে 16 বার শূন্যতে আউট হওয়ার একক রেকর্ডধারী হলেন 'হিটম্যান' ৷
চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচ খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ শনিবার দুপুরের ম্যাচে টস জিতে মুম্বইকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান সিএসকে অধিনায়ক ধোনি ৷ এদিন রোহিত ওপেন করতে নামেননি ৷ বদলে ক্যামরন গ্রিনকে (6 রান) তিন নম্বর থেকে তুলে এনে ওপেন করতে পাঠান রোহিত ৷ কিন্তু, গ্রিন ব্যর্থ হন ৷ রোহিত শর্মা তিন নম্বরে ব্যাট করতে নামেন ৷ কিন্তু, ম্যাচের তৃতীয় ওভারে দীপক চাহার ঈশান কিষাণকে আউট করার পর রোহিতের উইকেট নেন ৷