আবু ধাবি: 2021 আইপিএল কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে হর্ষল প্যাটেলের ৷ দেশের মাটিতে আইপিএলের প্রথম পর্বে ছিলেন দারুণ ছন্দে ৷ তুলে নিয়েছিলেন একটি হ্যাটট্রিক ৷ দ্বিতীয় পর্বে মরু শহরে এসেও সমান বিধ্বংসী তিনি ৷ আর এই ধারাবাহিক ফর্মই নয়া পালক যুক্ত করল হর্ষলের মুকুটে ৷ জসপ্রীত বুমরাকে টপকে আইপিএলে নয়া নজির হর্ষল প্যাটেলের ৷ মুম্বই স্পিডস্টারকে টপকে আইপিএলে একই মরশুমে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি হলেন কোহলির দলের এই বোলার ৷
বুধবার সানরাইজার্সের বিরুদ্ধে লিগের 13 তম ম্যাচে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ ওই ম্যাচে সানরাইজার্সে ইনিংসের 18 তম ওভারে রেকর্ডবুকে নাম তুলে ফেলেন হর্ষল ৷ গত মরশুমে জসপ্রীত বুমরার 27টি উইকেটের নজির ভেঙে চলতি মরশুমে 28 উইকেট ঝুলিতে ভরে নেন তিনি ৷ এদিন ম্যাচে 3টি উইকেট সংগ্রহ করেন হর্ষল ৷ গুজরাত পেসারের ঝুলিতে কেন উইলিয়ামসন, ঋদ্ধিমান সাহা এবং জেসন হোল্ডারের উইকেট ৷