মুম্বই, 14 ফেব্রুয়ারি: উইমেনস প্রিমিয়র লিগে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিতে প্রথম ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন হরমনপ্রীত কউর ৷ মুম্বই ফ্র্যাঞ্চাইজির সদস্য হয়ে এবার মাঠে নামার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন তিনি ৷ এমআই-এর সদস্য হয়ে তিনি একটি ভিডিয়ো সাক্ষাৎকারে জানান, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ছেলেরা যে সাফল্য পেয়েছে ৷ মুম্বইয়ে জার্সিতে সেই সাফল্যকে ছুঁতে চান তিনি (Harmanpreet Kaur Eager to Replicate MI Mens Team Success) ৷ মুম্বই ইন্ডিয়ান্স ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কউরকে 1 কোটি 80 লক্ষ টাকায় কিনেছে ৷
হরমনপ্রীত কৌর ওই সাক্ষাৎকারে জানান, মুম্বই ইন্ডিয়ান্স সবসময় আইপিএল-এ ভালো করে এসেছে ৷ এবার তাঁর কাছে সুযোগ এসেছে মুম্বই ইন্ডিয়ান্স দলের অংশ হয়ে মাঠে নামার ৷ একটি ভালো দল হিসেবে তাঁরা নিজেদের প্রমাণ করতে চাইবেন বলে জানান হরমনপ্রীত কৌর ৷ পাশাপাশি, ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের জন্য একটা বড় পরিবর্তন আসতে চলেছে বলে জানান হরমনপ্রীত ৷ এমনকি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চাপ কেমন হয়, সেটাও প্রথমবার অনুভব করবেন তাঁরা ৷ তাই আরও বেশি উৎসাহিত বলে জানান ভারতীয় ক্যাপ্টেন ৷