পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Harmanpreet Kaur on WPL: মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে রোহিতদের সাফল্যকে ছুুঁতে চান হরমনপ্রীত

উইমেনস প্রিমিয়র লিগে মুম্বই ইন্ডিয়ান্স হরমনপ্রীত কউরকে 1 কোটি 80 লক্ষ টাকায় কিনেছে ৷ এবার মুম্বইয়ের হয়ে ছেলেদের সাফল্যকে ছুঁতে চান হরমনপ্রীত (Harmanpreet Kaur on WPL) ৷ ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন ভারতীয় ক্যাপ্টেন ৷

Harmanpreet Kaur on WPL ETV BHARAT
Harmanpreet Kaur on WPL

By

Published : Feb 14, 2023, 2:05 PM IST

মুম্বই, 14 ফেব্রুয়ারি: উইমেনস প্রিমিয়র লিগে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিতে প্রথম ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন হরমনপ্রীত কউর ৷ মুম্বই ফ্র্যাঞ্চাইজির সদস্য হয়ে এবার মাঠে নামার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন তিনি ৷ এমআই-এর সদস্য হয়ে তিনি একটি ভিডিয়ো সাক্ষাৎকারে জানান, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ছেলেরা যে সাফল্য পেয়েছে ৷ মুম্বইয়ে জার্সিতে সেই সাফল্যকে ছুঁতে চান তিনি (Harmanpreet Kaur Eager to Replicate MI Mens Team Success) ৷ মুম্বই ইন্ডিয়ান্স ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কউরকে 1 কোটি 80 লক্ষ টাকায় কিনেছে ৷

হরমনপ্রীত কৌর ওই সাক্ষাৎকারে জানান, মুম্বই ইন্ডিয়ান্স সবসময় আইপিএল-এ ভালো করে এসেছে ৷ এবার তাঁর কাছে সুযোগ এসেছে মুম্বই ইন্ডিয়ান্স দলের অংশ হয়ে মাঠে নামার ৷ একটি ভালো দল হিসেবে তাঁরা নিজেদের প্রমাণ করতে চাইবেন বলে জানান হরমনপ্রীত কৌর ৷ পাশাপাশি, ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের জন্য একটা বড় পরিবর্তন আসতে চলেছে বলে জানান হরমনপ্রীত ৷ এমনকি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চাপ কেমন হয়, সেটাও প্রথমবার অনুভব করবেন তাঁরা ৷ তাই আরও বেশি উৎসাহিত বলে জানান ভারতীয় ক্যাপ্টেন ৷

হরমনপ্রীত কউর বলেন, ‘‘আমি খুবই উচ্ছ্বসিত এবং একই সঙ্গে, এটি শুধুমাত্র ভারতে নয় ৷ বিশ্ব ক্রিকেটেও মহিলা ক্রিকেটকে পুরোপুরি বদলে দেবে ৷ এটা অসাধারণ উদ্যোগ এবং আমরা টুর্নামেন্টের জন্য অপেক্ষা করে আছি ৷ আমরা সবাই মুম্বই আসছি এবং আশা করছি মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের পূর্ণ সমর্থন পাব ৷ এমআই ভক্তরা খুবই দারুণ ৷ মুম্বই ইন্ডিয়ান্সের ছেলেরা যে সাফল্য অর্জন করেছে, সেই কাজটা আমরাও করতে চাই ৷’’

আরও পড়ুন:3 কোটি 40 লক্ষে মন্ধনাকে কিনল আরসিবি, মুম্বইয়ে হরমনপ্রীত

আগামী 4 মার্চ থেকে মুম্বইয়ের ব্রেবোন এবং নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে শুরু হবে উইমেনস প্রিমিয়র লিগ ৷ চলবে 26 মার্চ পর্যন্ত ৷ তাঁর আগে এই মুহূর্তে ভারতীয় মহিলা দল দক্ষিণ আফ্রিকায় টি-20 বিশ্বকাপ খেলছে ৷ সেখানে প্রথম ম্যাচে পাকিস্তান মহিলা দলকে 7 উইকেটে হারিয়েছেন হরমনপ্রীত কউররা ৷ আগামিকাল ভারতের পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷

ABOUT THE AUTHOR

...view details