পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: আইপিএল-এর চূড়ান্ত প্রস্তুতি শুরু গুজরাত শিবিরে, কেমন হল টাইটান্সদের দল ? - আইপিএল এর চূড়ান্ত প্রস্তুতি

আইপিএল (IPL 2023)-এর শেষ মুহূর্তের প্রস্তুতিতে নেমে পড়লেন হার্দিক পান্ডিয়ারা ৷ খেতাব ধরে রাখার লড়াইয়ে 31 মার্চ চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ গুজরাত টাইটান্সের ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

By

Published : Mar 26, 2023, 9:07 PM IST

আমেদাবাদ, 26 মার্চ: আইপিএল 2023 মোডে ঢুকে পড়ল হার্দিক পান্ডিয়ার নেতত্বাধীন গুজরাত টাইটান্স ৷ আগামী 31 মার্চ আমেদাবাদে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা (Defending Champions Gujarat Titans Enter IPL) ৷ প্রথম বছরেই নিজেদের আধিপত্য বিস্তার করেছিল গুজরাত ফ্র্যাঞ্চাইজি ৷ বিশেষত, এই ফ্র্যাঞ্চাইজির হাত ধরে ভারতীয় ক্রিকেট এক নতুন অধিনায়কের জন্ম হতে দেখেছে ৷ হার্দিক পান্ডিয়া 2.0 দেখে ক্রিকেট বিশ্ব ৷ যেখানে অনেক বেশি পরিণত এবং দায়িত্বশীল হার্দিক পান্ডিয়াকে দেখেছে ভারতীয় ক্রিকেট ৷

2022 আইপিএল এর চ্যাম্পিয়ন দল লিগ পর্যায়ে টেবিল টপার ছিল ৷ 14 ম্যাচের মধ্যে 10টি ম্যাচ জিতেছিল তারা ৷ সেখান থেকে প্রথম কোয়ালিফায়ারে জিতে সরাসরি ফাইনাল এবং ফাইনালে রাজস্থান রয়্যালসকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয় গুজরাত ৷ গত আইপিএল এর পরেই হার্দিক পান্ডিয়ার উপর ভরসা করতে শুরু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ মূলত, সাদা বলের ক্রিকেটে ৷ রোহিত শর্মার অনুপস্থিতিতে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডেয়ারে অধিনায়কত্ব করেন ৷ আর জাতীয় টি-20 দলে পাকাপাকিভাবে তাঁকে অধিনায়ক করেছে জাতীয় নির্বাচক কমিটি ৷

তবে, শুধু পান্ডিয়া নন ৷ শুভমন গিলও 2022 আইপিএল থেকে ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের নজরকাড়তে শুরু করেছেন ৷ সম্প্রতি শুভমনের পারফর্মেন্স ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবার সেরা ৷ যা আইপিএল 2023 এর আগে গুজরাত টাইটন্সের জন্য সবচেয়ে স্বস্তির খবর ৷ ওয়ান ডে-তে লাগাতার 4টি সেঞ্চুরি ৷ যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরি ৷ টেস্টে ধারাবাহিকভাবে রান করা এবং গুজরাত টাইটন্সের ঘরের মাঠে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 ম্যাচে সেঞ্চুরিও মনে রাখার মতো ৷

আরও পড়ুন:সময় নিয়ে নিজেকে সুস্থ করুক ঋষভ, আইপিএলের আগে বড় বার্তা সৌরভের

ব্যাট হাতে ঋদ্ধিমান সাহা গতবছর দুর্দান্ত পারফর্মেন্স করেছিলেন ৷ বিশেষত, ওপেনিংয়ে শুভমনের সঙ্গে সাহার জুটি দারুণ হিট করেছিল ৷ ডেভিড মিলার, ম্যাথু ওয়েড, বি সাই কিশোর রয়েছেন ৷ লোয়ার অর্ডারে রাহুল তেওয়াতিয়া এবং রাশিদ খান গুজরাতের অন্যতম ভরসা ৷ বোলিংয়েও যথেষ্ঠ শক্তিশালী গুজরাত ৷ অন্তত গতবারের পারফর্মেন্সের নিরিখে ৷ মহম্মদ শামিকে নতুন বল হাতে দেখা যাবে ৷ রয়েছেন হার্দিক নিজে ৷ তবে, লকি ফার্গুসনের পেসের অভাব বোধ করবে গুজরাত ৷ গত আইপিএল-এ লকির পেসে প্রতিপক্ষ কুপকাত হয়েছিল ৷ দলবদলের সময় কলকাতা নাইট রাইডার্স লকি ফার্গুসনকে ট্রান্সফার মানি ব্যবহার করে কিনেছে ৷

ABOUT THE AUTHOR

...view details