পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কাঁধে চোটের জন্য আইপিএলে দেখা যাচ্ছে না বোলার হার্দিককে - হার্দিক পান্ডিয়া

2019 বিশ্বকাপের পর ভারতীয় অলরাউন্ডারের শিরদাঁড়ায় একটি অস্ত্রোপচার করাতে হয় ৷ যার জেরে 1 বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন ৷ পরবর্তী সময়ে আইপিএল ও ভারতীয় দলে ফিরলেও বল করেননি তিনি ৷ আর এবার তাঁর কাঁধে সামান্য টান লাগার বিষয়টি প্রকাশ্যে আনলেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে ৷

hardik-pandya-has-not-bowled-in-ipl-due-to-a-shoulder-niggle-says-mahela-jayawardene
কাঁধে চোট হার্দিকের, তাই আইপিএলে বল করছেন না তিনি, জানালেন মাহেলা

By

Published : Apr 19, 2021, 7:57 PM IST

চেন্নাই, 19 এপ্রিল : কাঁধের সামান্য চোটের কারণে এবারের আইপিএলে এখনও পর্যন্ত বল করেননি হার্দিক পান্ডিয়া ৷ ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এমনই জানালেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান’ডে ম্যাচে বল করার সময় তাঁর কাঁধে সামান্য টান ধরে বলে জানিয়েছেন মাহেলা ৷ সেই কারণেই হার্দিককে দিয়ে বল করানো হচ্ছে না বলে জানিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে এও জানিয়েছেন, যত দ্রুত সম্ভব হার্দিকের কাঁধের সেই চোট সারিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে ৷

প্রসঙ্গত, 2019 বিশ্বকাপের পর ভারতীয় অলরাউন্ডারের শিরদাঁড়ায় একটি অস্ত্রোপচার করাতে হয় ৷ যার জেরে 1 বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন ৷ পরবর্তী সময়ে আইপিএল ও ভারতীয় দলে ফিরলেও বল করেননি তিনি ৷ শেষে গত মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজে বল করতে দেখা যায় তাঁকে ৷ তবে, সেখানেও খুব একটা ছন্দে ছিলেন না হার্দিক ৷ আর এবার তাঁর কাঁধে সামান্য টান লাগার বিষয়টি প্রকাশ্যে আনলেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে ৷ সেই কারণেই হার্দিককে দিয়ে বল করিয়ে বিষয়টিকে জটিল করতে চাইছে না মুম্বই ইন্ডিয়ান্স ৷

আরও পড়ুন : টি-20 বিশ্বকাপে দিল্লিতে পাকিস্তানের 2টি ম্যাচ

এমনকি হার্দিককে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করানোর পক্ষপাতি মুম্বই টিম ম্যানেজমেন্ট ৷ কারণ তাঁর গতি এবং বিদ্যুতের ন্য়ায় থ্রো ৷ কিন্তু, হার্দিকের চোটের কারণে অধিকাংশ সময়ে বাধ্য হয়ে 30 গজের মধ্যে ফিল্ডিং করানো হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details