আমেদাবাদ, 30 মে : ‘উশৃঙ্খল’ ৷ চারবার মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য হয়েও নামের আগে থেকে এই বিশেষণ মুছতে পারেননি হার্দিক পান্ডিয়া ৷ 2019 সালে ‘কফি উইথ করণ’ থেকে এয়ারপোর্টে কাস্টমসের হাতে ধরা পড়া, বরাবর বিতর্কে জড়িয়েছেন পান্ডিয়া ব্রাদার্সের ছোট ভাই ৷ 2021 টি-20 বিশ্বকাপে 3 ম্যাচে করেছিলেন মাত্র 69 রান, হাত ঘুরিয়েছিলেন মাত্র 4 ওভার ৷ আইপিএলের শুরুতে বুমরা, সূর্যকুমারকে রিটেন করলেও হার্দিককে রিলিজ করে দিয়েছিল মুম্বই ৷ রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক দর্শকের সামনে যেন ‘পাপস্খলন’ করলেন তিনি ৷ পান্ডিয়ার অধিনায়কোচিত পারফরম্যান্সে ভর করে আত্মপ্রকাশেই খেতাব ঘরে তুলল গুজরাত টাইটান্স (Hardik Pandya emergence like Phoenix) ৷
দৃঢ়চেতা, সংযমী হার্দিকের জন্ম দিয়েছে পঞ্চদশ আইপিএল ৷ মোতেরায় তাঁর মধ্যে ধোনির ছায়াও দেখতে পেয়েছেন অনেকে ৷ মেগা ম্যাচে শুধু অধিনায়কই নয়, দেখা মিলেছে ইউটিলিটি অল-রাউন্ডারেরও ৷ ম্যাচ শেষে হার্দিক বলেন, ‘‘এই খেতাব খুব স্পেশাল ৷ পরবর্তী প্রজন্ম বহুদিন এটা নিয়ে কথা বলবে ৷ সবাই মনে রাখবে, কীভাবে একটা দল প্রথমবারেই শিখরে পৌঁছেছিল ৷’’