আমেদাবাদ, 26 মে: আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি, গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ যে ম্যাচে ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা নিয়ে নামছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ৷ তবে, প্লে-অফের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই কঠিন প্রতিপক্ষ ৷ তাই ঘরের মাঠের দর্শক অ্যাডভান্টেজ ছাড়া জিটি আর কোনও বাড়তি সুবিধা পাবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞ ৷ তবে, দলের নিরিখে গুজরাত টাইটান্স মুম্বইয়ের থেকে অনেক বেশি শক্তিশালী বলে মনে করা হচ্ছে ৷ অন্তত বোলিং বিভাগে ৷
এলিমিনেটর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টসকে মাত্র 101 রানে অলআউট করে দিয়েছিল ৷ কিন্তু, সেখানে মুম্বই বোলারদের থেকে অনেক বেশি ভুল এলএসজি ব্যাটারদের ছিল ৷ একটি নক-আউট ম্যাচে তিনটি রানআউট, তাও আবার ব্যাটারদের মধ্যে ভুল বোঝাবুঝিতে ৷ দীপক হুডা, মার্কস স্টইনিস এবং কৃষ্ণাপ্পা গৌতম রান আউট হয়েছিলেন নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাবে ৷ তবে, উত্তরাখণ্ডের ডান-হাতি পেসার আকাশ মাধওয়াল প্রথম বোলার হিসেবে প্লে-অফসের ম্যাচে 5 উইকেট নিয়েছেন ৷ এর আগে প্লে-অফসের কোনও ম্যাচে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব কারও ছিল না ৷
আমেদাবাদের দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের বোলিংকে সবাই এগিয়ে রাখছে ৷ যেখানে মহম্মদ শামি, মোহিত শর্মা, যশ দয়াল, রশিদ খান, নূর আহমেদরা ব্যাটিং-হেভি মুম্বই ইন্ডিয়ান্সের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে ৷ বিশেষত, টুর্নামেন্টের প্রথম দুই সেরা বোলার মহম্মদ শামি এবং রশিদ খান ৷ শামির এখনও পর্যন্ত টুর্নামেন্টে উইকেট সংখ্যা 26 এবং রাশিদ খানের 25 ৷ সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং তাঁদের সবচেয়ে বড় চিন্তার বিষয় ৷