কলকাতা, 25 মে : 3 বছর পর ইডেনের আইপিএল উৎসবে বাটলারের বদলি মিলার ৷ প্রোটিয়া ব্যাটারের বিধ্বংসী ইনিংসে ভর করে ফাইনালে ‘হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোং’ (Gujarat Titans qualify for IPL final) ৷ পঞ্চদশ আইপিএলের চ্যাম্পিয়নের ট্রফি থেকে মাত্র এক ম্যাচ দূরে আশিস নেহরার ছেলেরা ৷ যদিও ঘরের মাঠে ব্যর্থ ঋদ্ধি, শামিরা ৷
কলকাতা আগেই ছিটকে গিয়েছিল ৷ তাও মঙ্গলবারের ম্যাচে গুজরাত-রাজস্থান মহারণ দেখতে বিকিয়ে গিয়েছিল সমস্ত টিকিট, সেজে উঠেছিল ক্রিকেটের নন্দনকাননও ৷ সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল কলকাতা জুড়ে ৷ তা থামার পরেই বাটলার ঝড় উঠেছিল ইডেনে ৷ শেষ মুহূর্তে সমস্ত কিছু স্তব্ধ করে দিলেন ডেভিড মিলার ৷ হার্দিকের সঙ্গে 106 রানের জুটিতে মরুশহরের বোলারদের কার্যত মাটি ধরিয়ে দিলেন (Gujarat Titans vs Rajasthan Royals) ৷
প্রথমে ব্যাট করতে নেমে ‘বিধ্বংসী বাটলার’-এর সৌজন্যে রানের পাহাড়ে চড়েছিল রয়্যালসরা ৷ গোলাপি জার্সিধারীদের দেওয়া 189 রান তাড়া করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন ‘ঘরের ছেলে’ ৷ আইপিএলে ভাল ফর্মে থাকা ঋদ্ধিমান এদিন খাতাই খুলতে পারেননি ৷ যদিও দ্বিতীয় উইকেট থেকেই খেলা ধরে নেন গিল-ওয়েড জুটি ৷ ইন্দো-অজি পার্টনারশিপে স্কোরবোর্ডে ওঠে 70 রান ৷ 21 বলে ঝোড়ো 35 রান করেন গিল, ওয়েডের অবদান 30 বলে 35 ৷