আমেদাবাদ, 9 এপ্রিল: আমেদাবাদে দ্বিতীয় হোম ম্যাচে আজ নামছে গুজরাত টাইটন্স ৷ প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ৷ শেষ ম্যাচে কলকাতা আরসিবি-র বিরুদ্ধে একপেশে ম্যাচ জিতলেও, আজকের ম্যাচে গুজরাত টাইটন্সকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা ৷ এমনকী গুজরাত এবারেও তাদের চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখতে পারবে বলে মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর ৷ স্টার স্পোর্টসে সঞ্জয়ের বক্তব্যকে তুলে ধরে সংবাদ সংস্থা এএনআই এ কথা জানিয়েছে ৷ যেখানে প্রাক্তন ভারতীয় ব্যাটার দাবি করেছেন, গত দুই ম্যাচে গুজরাত প্রমাণ করেছে যে, তারা গতবারের চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার জন্য প্রস্তুত হয়ে নেমেছে ৷
সঞ্জয় মঞ্জরেকরের মতে, গুজরাত টাইটন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক দিক হল দলের পরিবেশ ৷ যেখানে অধিনায়ক এবং কোচ দু’জনেই পুরো স্কোয়াডকে হালকা মেজাজে রেখেছেন ৷ যা তাদের ক্রিকেটারদের থেকে সেরা খেলাটা বের করে আনতে সাহায্য করে ৷ আর এখানেই হার্দিক পান্ডিয়া অধিনায়ক হিসেবে সফল বলে মনে করেন সঞ্জয় মঞ্জরেকর ৷ আর দলের পরিকল্পনা এবং অন্য দিকগুলি কোচ হিসেবে আশিস নেহরা নিয়ন্ত্রণ করেন ৷ যা মাঠে হার্দিকের কাজকে আরও সহজ করে দেয় ৷