মুম্বই, 15 মে : আগেই আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছিল গুজরাত টাইটান্স ৷ এদিন চেন্নাইকে হারানোয় 13 ম্যাচে হার্দিকদের পয়েন্ট দাঁড়াল 20 ৷ শেষ দু'ম্যাচ জিতলে সমান জায়গায় পৌঁছবে লখনউ সুপার জায়ান্টও ৷ যদিও রাজস্থানের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যাকফুটে ‘রাহুল অ্যান্ড কোং’ ৷ ফলে অঘটন না ঘটলে ফার্স্ট বয় হয়েই লিগ পর্ব শেষ করবে গুজরাত (Gujarat Titans beat Chennai Super Kings by 7 wickets) ৷
ইডেনে প্লে-ওফে নামার আগে ওয়াংখেড়েতে এদিন ‘খেল’ দেখালেন দুই বঙ্গতনয় ৷ বল হাতে শামির দাপট, পরে ব্যাট হাতে বিধ্বংসী ঋদ্ধির দাপটে ম্যাচ পকেটে পুরল নবাগতরা ৷ চেন্নাইয়ের দেওয়া 134 রানের লক্ষ্যপূরণে নেমে ভাল শুরু করেন গিল-ঋদ্ধি জুটি ৷ ব্যক্তিগত 18 রানে গিল ফিরলেও অপরাজিত 67 রান এসেছে পাপালির ব্যাট থেকে ৷ 15 বলে 20 রান করেন ম্যাথু ওয়েড ৷ মাত্র 7 রানে ফেরেন হার্দিকও ৷ শেষে ঋদ্ধির সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ডেভিড মিলার ৷ 7 উইকেট হাতে থাকতেই ম্যাচ জিতল গুজরাত ৷