মুম্বই, 4 মার্চ: দীর্ঘ 5 বছরের নানান পরিকল্পনার পর অবশেষে শুরু হতে চলেছে উইমেন্স প্রিমিয়র লিগ ৷ আজ ডিওয়াইপাটিল স্পোর্টস অ্যাকাডেমির স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাত জায়েন্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স উইমেন (Gujarat Giants vs Mumbai Indians Women) ৷ এমনটাও বলা যায়, আজকের ম্যাচ একদিক থেকে আদানি বনাম আম্বানির দ্বৈরথও বটে ৷ অবশ্যই ক্রিকেটের ময়দানে ৷ এটি গুজরাত জায়েন্টসের হোম ম্যাচ ৷ কমলা ব্রিগেডের নেতৃত্বে থাকবেন অস্ট্রেলিয়ান উইকেট-কিপার ব্যাটার বেথ মুনি ৷ আর তাঁর বিপক্ষে মুম্বই ইন্ডিয়ান্সের ব্লু ব্রিগেডকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর ৷
আজ প্রথম ম্যাচে আশা করা হচ্ছে, দর্শকদের ঢল নামবে ৷ আয়োজকদের তরফে জানানো হয়েছে, টিকিট ভালোই বিক্রি হয়েছে ৷ এটি টুর্নামেন্টের প্রথম বছর ৷ তাই আশা-আকাঙ্কার দোলাচলে শুরু হচ্ছে প্রথম ম্যাচ ৷ ভারতীয় তারকা ক্রিকেটারদের সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কান ক্রিকেটারদেরও দেখা যাবে ৷ যদিও কোন দল, কতটা শক্তিশালী তা বোঝা যাবে 5 দলের প্রথম ম্যাচের শেষে ৷
দল হিসেবে প্রস্তুতিতে খামতি রাখছেন না হরমনপ্রীত এবং বেথ মুনিরা ৷ হেড কোচ শার্লট এডওয়ার্ডসের নজরদারিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলছেন হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স উইমেন ৷ অন্যদিকে, গুজরাত জায়েন্টসের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মিতালি রাজ ৷ তবে, দুই দলের প্রথম একাদশ কেমন হবে, সেদিকে নজর থাকবে সকলের ৷