পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: 'একাই একশো' গিলের পাশে বল হাতে নায়ক মোহিত, রোহিতদের মাটি ধরিয়ে গুজরাত আবার ফাইনালে - রোহিতদের মাটি ধরিয়ে আবার ফাইনালে গুজরাত

শুভমন-মোহিত শো'য়ে খড়কুটোর মতো উড়ে গেল পাঁচবারের বিজয়ীরা । রোহিত অ্যান্ড কোম্পানিকে 62 রানে হারিয়ে দিয়ে রবিবাসরীয় ফাইনালে ধোনির সিএসকে'র সামনে টাইটান্স ।

IPL 2023
রোহিতদের মাটি ধরিয়ে গুজরাত আবার ফাইনালে

By

Published : May 27, 2023, 12:50 AM IST

আমেদাবাদ, 27 মে: আবির্ভাবে শিরোপা দখল যে নেহাত ফ্লুক ছিল না, টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে তা বুঝিয়ে দিল গুজরাত টাইটান্স । কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হারের পর ফোকাস থেকে যে তারা এতটুকু বিচলিত হয়নি, দেখিয়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । হার্দিকের দলের তেজের কাছে খড়কুটোর মতো উড়ে গেল প্রতিযোগিতায় সর্বাধিক পাঁচবারের বিজয়ীরা । শুক্রবার মোতেরায় রোহিত অ্যান্ড কোম্পানিকে 62 রানে হারিয়ে দিয়ে রবিবাসরীয় ফাইনালে ধোনির সিএসকে'র সামনে টাইটান্স ।

ব্যাট হাতে একাই একশো গিল । খুনে মেজাজে যেন 'বধ' করলেন মুম্বইকে । পঞ্জাব ওপেনারের মাত্র 60 বলে 129 রান গুজরাতকে এদিন প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে 233 রান তুলতে সাহায্য করে । মাত্র 49 বলে এদিন মোতেরায় শতরান পূর্ণ করে একাধিক রেকর্ড নিজের নামে করে নেন গিল । ফাইনালেও শতরানের হাতছানি থাকছে তাঁর কাছে । আর রবিবার সেই ম্যাচেও সেঞ্চুরি এলে এক আইপিএল মরশুমে সর্বাধিক শতরানের (4) নিরিখে কোহলি এবং বাটলারের সঙ্গে জুড়ে যাবে গিলের নাম ।

7টি চার এবং 10টি ছয় দিয়ে এদিন সাজানো ছিল গিলের ভয়ঙ্কর অথচ নয়নাভিরাম ইনিংস । এছাড়া গুজরাতের হয়ে সাই সুদর্শন 31 বলে 43 এবং হার্দিক 13 বলে 28* রানের ঝোড়ো ক্য়ামিও খেলেন । জবাবে দুই ওপেনার রোহিত শর্মা এবং নেহাল ওয়াধেরা দ্রুত ফিরলেও সূর্যকুমার, তিলক বর্মার ব্যাটে টিকে ছিল মুম্বইয়ের সপ্তমবার ফাইনাল খেলার স্বপ্ন । তিলক করেন 14 বলে বিধ্বংসী 43 রান । 38 বলে 61 রান আসে সূর্যকুমারের ব্যাটে । গ্রিন করেন 20 বলে 30 ।

আরও পড়ুন:মোতেরায় শুভমন শো ! পল্টনদের বিরুদ্ধে নয়া ইতিহাস গিলের

14 ওভারে চার উইকেটে মুম্বইয়ের রান যখন 149, তখন বল হাতে মোহিত শর্মাকে অ্যাকশনে নিয়ে আসেন হার্দিক । প্রথম ওভারে সূর্যকুমারের উইকেট -সহ জোড়া উইকেট তুলে নেন সিএসকে'র প্রাক্তনী । 2.2 ওভার হাত ঘুরিয়ে মোহিতের 10 রানে পাঁচ উইকেটেই ফাইনালের টিকিট পেয়ে যায় গুজরাত । সবমিলিয়ে রবিবাসরীয় ফাইনালে চেন্নাই যখন নামবে মুম্বইকে ছুঁয়ে সর্বাধিক বার চ্যাম্পিয়নের লক্ষ্যে, গুজরাতের তখন লক্ষ্য হবে টানা দ্বিতীয়বার খেতাব জয় ।

For All Latest Updates

TAGGED:

IPL 2023

ABOUT THE AUTHOR

...view details