বেঙ্গালুরু, 25 মার্চ: আরসিবি ফ্যানদের জন্য সুখবর ৷ রেড অ্যান্ড ব্ল্যাক কালারে ফিরছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell Joins with RCB Camp) ৷ গতবছর বাঁ-পায়ের ফিবুলা ভেঙে যাওয়ায় ক্রিকেট মাঠ থেকে দীর্ঘদিন বাইরে ছিলেন ৷ কিন্তু, আজ আরসিবি-র পোস্ট করা একটি ভিডিয়োতে ম্যাক্সওয়েল জানিয়েছেন, একশো শতাংশ ফিট তিনি নন ৷ তবে, আইপিএল খেলার মতো ফিটনেস তাঁর রয়েছে ৷ আর খুব শীঘ্রই তিনি ব়য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে মাঠে নামছেন ৷ পাশাপাশি, এও জানিয়েছেন তাঁর পুরোপুরি ফিট হতে আরও 2 মাস সময় লাগবে ৷
আগামী 31 মার্চ থেকে আইপিএল এর বল গড়াবে ৷ তার আগে আরসিবি শিবিরে তারকা ক্রিকেটাররা একে একে যোগ দিতে শুরু করেছেন ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলার পর বিরাট কোহলি আজ আইপিএল মোডে শিফট করে গিয়েছেন ৷ গ্লেন ম্যাক্সওয়েল বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন ৷ কোচিং স্টাফ হিসেবে আরসিবি শিবিরে পৌঁছে গিয়েছেন ক্রিস গেইল এবং এবি ডি'ভিলিয়ার্স ৷ সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আগামী 26 মার্চ অর্থাৎ, রবিবার আরসিবি চিন্নাস্বামী স্টেডিয়ামে পুরো দল নিয়ে মাঠে নামবে ৷