কলকাতা, 31 মে : রবিবার রাতে আইপিএল 15-র মেগা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে প্রথমবার টুর্নামেন্টে খেলা গুজরাত টাইটন্স ৷ অতিমারির আতঙ্ককে সঙ্গে নিয়েই সাফল্যের সঙ্গে শেষ হয়েছে আইপিএল ৷ যেখানে বহু নতুন নক্ষত্রের উত্থান দেখেছে ভারতীয় ক্রিকেট ৷ তেমনি অনেকের পারফরম্যান্সের গ্রাফ ক্রিকেটপ্রেমী তথা ফ্র্যাঞ্চাইজিগুলির প্রত্যাশা ছুঁতে ব্যর্থ হয়েছে (Flop shows of Expensive Cricketers of IPL 2022) ৷ যাঁদের এ বারের আইপিএল-এ 10 কোটির আশেপাশে বা তারও বেশি অর্থ দিয়ে কিনেছিল ফ্র্যাঞ্চাইজিগুলি ৷ ঈশান কিষান, শার্দূল ঠাকুর, শ্রেয়স আইয়ার, শাহরুখ খান এবং লিয়াম লিভিংস্টোনদের মতো ক্রিকেটাররা সেই তালিকায় রয়েছেন ৷
ঈশান কিষান--
এ বারের আইপিএল-এর মেগা নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করে ঈশান কিষানকে তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ 15.25 কোটি টাকা দিয়ে তাঁকে নিলাম থেকে কিনেছিল মুম্বই ফ্র্যাঞ্চাইজি ৷ 2021’র আইপিএল এবং ভারতীয় দলে তাঁর পারফরম্যান্স দেখেই ভারতের তরুণ উইকেট-কিপার ব্যাটারকে নিতে ঝাঁপিয়ে ছিল মুম্বই ৷ কিন্তু, প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন ঈশান (IPL Failure for Ishan Kishan) ৷ টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে যথাক্রমে 81 ও 54 রানের ইনিংস খেলেছিলেন ৷ কিন্তু, তৃতীয় ম্যাচ থেকে আচমকাই ছন্দ হারান ঈশান ৷ তাঁরে ঘিরে প্রত্যাশার পারদ যে গতিতে চড়েছিল, তার দ্বিগুণ গতিতে তা নেমেও যায় ৷ যদিও টুর্নামেন্টের শেষ তিন ম্যাচে কিছুটা হলেও কামব্যাক করার চেষ্টা করেন ঈশান ৷ নিলামে সবচেয়ে বেশি দাম ওঠা ঈশান কিষাণের 14 ম্যাচের পর 3টি অর্ধ শতরান নিয়ে গড় মোটে 32.15 ৷
শ্রেয়স আইয়ার--
দিল্লি ক্যাপিটালস তাঁকে ছেড়ে দিয়েছিল ৷ আর কলকাতা নাইট রাইর্ডাস তাঁকে কিনেছিল 12.25 কোটি টাকায় ৷ অধিনায়ক হিসাবে তরুণ শ্রেয়সকে দলে নিয়েছে কেকেআর ৷ কিন্তু, টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাটে রানের খরা লেগেই ছিল ৷ প্রথম চার ম্যাচে সর্বাধিক 26 রান করেন মুম্বইয়ের এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটার ৷ এ বারের আইপিএল-এ লেগ স্পিনার শ্রেয়সের দুর্বলতা সামনে চলে এসেছে ৷ অধিকাংশ ম্যাচে লেগ স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন ৷ সেই সঙ্গে অধিনায়ক হিসাবে একাধিক ক্লোজ ম্যাচ হেরেছেন (IPL Failure for Captain Shreyas Iyer) ৷ 2022 আইপিএলে শ্রেয়স আইয়ারের সর্বোচ্চ রান 85 ৷ আর গড় মাত্র 28.70 ৷
আরও পড়ুন : BCCI : নেপথ্যের কারিগর, আইপিএল ভেন্যুগুলির পিচ কিউরেটর, মাঠকর্মীদের পুরস্কৃত করবে বোর্ড
লিয়াম লিভিংস্টোন--
গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে বেস প্রাইসে খেলা ইংল্যান্ডের ডানহাতি ব্যাটিং অলরাউন্ডারকে 11.50 কোটি টাকা দিয়ে নিয়েছিল পঞ্জাব কিংস ৷ শুরুতে ছন্দ না পেলেও, তৃতীয় ম্যাচ থেকে পঞ্জাবের মিডল অর্ডারে ব্যাট হাতে ভরসা দিতে শুরু করেছিলেন লিভিংস্টোন ৷ কিন্তু, এ ক্ষেত্রেও টুর্নামেন্টের মাঝপথে ছন্দ হারান লিয়াম লিভিংস্টোন ৷ যে সময় পঞ্জাবের হয়ে তাঁর ব্যাটে রান আসা সবচেয়ে বেশি জরুরি ছিল, তখনই ব্যর্থ হন তিনি ৷ বোলিংয়েও তেমন সফল হননি সাড়ে 11 কোটির এই বিদেশি অলরাউন্ডার ৷ 13 ম্যাচ খেলে তাঁর ব্যাটিং গড় 33.45 এবং মাত্র 6 উইকেট নিয়েছেন লিয়াম লিভিংস্টোন ৷