পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নিউজিল্যান্ড ফিরে গেলেন বোল্টরা - বিসিসিআই

ভারতীয় সময় গভীর রাতে প্রথম ধাপে নিউজিল্যান্ডে পৌঁছে গিয়েছেন ক্রিকেটার ট্রেন্ট বোল্ট, ফিল অ্যালেন, অ্যাডাম মিলনে এবং স্কট কুগলেইজন ৷ কোচদের মধ্যে রয়েছেন, জেমস পামেন্ট এবং শেন বন্ড এবং রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস মাইক হেসন ৷

first-lot-of-new-zealand-cricketers-arrive-home-after-ipl-suspension
আইপিএল বাতিলের পর প্রথম ধাপে নিউজিল্য়ান্ড পৌঁছলেন সেদেশের ক্রিকেটাররা

By

Published : May 9, 2021, 9:42 PM IST

অকল্য়ান্ড(নিউজিল্যান্ড), 9 মে : প্রথম ধাপে ভারত থেকে নিউজিল্যান্ডে পৌঁছলেন সে দেশের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ৷ যাঁরা আইপিএল এর অংশ ছিলেন ৷ দু’টি চাটার্ড ফ্লাইটে ভারত থেকে রওনা দিয়েছিলেন আইপিএলে অংশ নেওয়া নিউজিল্যান্ডের ক্রিকেটার, কোচিং দলের সদস্য এবং কমেন্টেটররা ৷ ভারতীয় সময় শনিবার মাঝরাতে সেই ক্রিকেটার ও বাকি সদস্যদের একটি দল নিউজিল্যান্ডে পৌঁছে গিয়েছেন ৷ আজ রবিবার রাতের মধ্যে দ্বিতীয় বিমানে বাকি ক্রিকেটার ও কোচিং সদস্যরা নিউজিল্যান্ডে পৌঁছে যাবেন ৷

আইপিএল চলাকালীন বায়ো বাবলের মধ্য়েই করোনা আক্রান্ত হয়ে পড়েন একাধিক ক্রিকেটার ৷ যার পর বিসিসিআই এর নিয়ম অনুযায়ী বন্ধ করে দেওয়া হয় এবারের আইপিএল ৷ তারপরেই ধীরে ধীরে নিরাপদে বিদেশি ক্রিকেটারদের তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ সেই মতো নিউজিল্যান্ড থেকে আসা ক্রিকেটার, কোচিং স্টাফ এবং কমেন্টেটরদের দেশে ফেরার ব্যবস্থা করে বিসিসিআই ৷

আরও পড়ুন : করোনা আক্রান্ত কেকেআরে’র প্রসিদ্ধ কৃষ্ণা এবং টিম সেইফার্ট

ভারতীয় সময় গভীর রাতে প্রথম ধাপে নিউজিল্যান্ডে পৌঁছে গিয়েছেন ক্রিকেটার ট্রেন্ট বোল্ট, ফিল অ্যালেন, অ্যাডাম মিলনে এবং স্কট কুগলেইজন ৷ কোচদের মধ্যে রয়েছেন, জেমস পামেন্ট এবং শেন বন্ড এবং রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস মাইক হেসন ৷ দ্বিতীয় চাটার্ড ফ্লাইটে নিউজিল্যান্ডে ফিরছেন কেকেআরের ক্রিকেটার লকি ফার্গুসন, কোচ ব্রেন্ডন ম্যাককুলাম ৷ এছাড়াও রয়েছেন কমেন্টেটর সাইমন ডুয়েল এবং স্কট স্টাইরিস ৷ রয়েছেন আম্পায়ার ক্রিস গাফনি, সিএসকে-র কোচ স্টিফেন ফ্লেমিং সহ অন্যরা ৷ তবে, কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনর সহ কয়েকজনকে মালদ্বীপে কোয়ারানটাইনে রাখা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details