অকল্য়ান্ড(নিউজিল্যান্ড), 9 মে : প্রথম ধাপে ভারত থেকে নিউজিল্যান্ডে পৌঁছলেন সে দেশের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ৷ যাঁরা আইপিএল এর অংশ ছিলেন ৷ দু’টি চাটার্ড ফ্লাইটে ভারত থেকে রওনা দিয়েছিলেন আইপিএলে অংশ নেওয়া নিউজিল্যান্ডের ক্রিকেটার, কোচিং দলের সদস্য এবং কমেন্টেটররা ৷ ভারতীয় সময় শনিবার মাঝরাতে সেই ক্রিকেটার ও বাকি সদস্যদের একটি দল নিউজিল্যান্ডে পৌঁছে গিয়েছেন ৷ আজ রবিবার রাতের মধ্যে দ্বিতীয় বিমানে বাকি ক্রিকেটার ও কোচিং সদস্যরা নিউজিল্যান্ডে পৌঁছে যাবেন ৷
আইপিএল চলাকালীন বায়ো বাবলের মধ্য়েই করোনা আক্রান্ত হয়ে পড়েন একাধিক ক্রিকেটার ৷ যার পর বিসিসিআই এর নিয়ম অনুযায়ী বন্ধ করে দেওয়া হয় এবারের আইপিএল ৷ তারপরেই ধীরে ধীরে নিরাপদে বিদেশি ক্রিকেটারদের তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ সেই মতো নিউজিল্যান্ড থেকে আসা ক্রিকেটার, কোচিং স্টাফ এবং কমেন্টেটরদের দেশে ফেরার ব্যবস্থা করে বিসিসিআই ৷