পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: আইপিএল-এ দ্রুততম হাফ সেঞ্চুরি, যশস্বীকে কুর্নিশ ক্রিকেট বিশ্বের - IPL 2023

রাজস্থান রয়্যালসের বাঁ-হাতি তরুণ ওপেনারে মেতেছে ক্রিকেট বিশ্ব ৷ যশস্বী জয়সওয়ালের দ্রুততম আইপিএল হাফ সেঞ্চুরিতে মুগ্ধ বর্তমান থেকে শুরু করে প্রাক্তন তারকারা ৷ তাঁকে অভিনন্দন জানালেন বিরাট কোহলি ৷ উঠল জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবিও ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

By

Published : May 12, 2023, 12:08 PM IST

কলকাতা, 12 মে: আইপিএল-এর ইতিহাসে দ্রততম হাফ সেঞ্চুরি করলেন রাজস্থান রয়্যালসের বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল ৷ বৃহস্পতিবার রাতে ইডেন গার্ডেন্সে মাত্র 13 বলে 50 রানের গণ্ডি পার করেন মুম্বইকর ৷ এরপর থেকেই সোশাল মিডিয়ায় জয় জয়কার শুরু হয়েছে তরুণ এই ভারতীয় প্রতিভার ৷ সবার একটাই দাবি, এখনই যশস্বীকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হোক ৷ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র 47 বলে 98 রান করে অপরাজিত থাকেন তিনি ৷ বলা যেতে পারে তাঁর ব্যাটের কাছেই হেরে যায় কেকেআর।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ 8 উইকেট হারিয়ে কেকেআর মাত্র 149 রান তোলে ৷ রাজস্থানের স্পিনারদের বিশেষত, যুজবেন্দ্র চহালের বোলিং দেখে মনে হয়েছিল এই পিচে 150 রান তাড়া করা কঠিন হবে ৷ নাইট অধিনায়ক নীতীশ রানা প্রথম ওভারে নিজে বোলিং করতে আসেন ৷ আর প্রথম বল থেকেই রানাকে প্রতিআক্রমণে যান যশস্বী জয়সওয়াল ৷ প্রথম 2 বলে দু’টো ছয় মারেন তিনি ৷ ওই ওভারে মোট 26 রান তোলেন বাঁ-হাতি ওপেনার ৷

তাঁর 13 বলে দ্রততম এওই হাফসেঞ্চুরি ছিল ঠিক এইরকম- 6, 6, 4, 4, 2, 4, 1, 4, 6, 4, 4, 4, 1 ৷ পাওয়ার প্লে-তে 1 উইকেট হারিয়ে 78 রান তোলে রাজস্থান ৷ সৌজন্যে যশস্বীর এই তেজস্বী ইনিংস ৷ আর তাঁর ইনিংসে মুগ্ধ বিশ্ব ক্রিকেটও ৷ বীরেন্দ্র সেওয়াগ, ইরফান পাঠান, সুরেশ রায়না, মাইকেল ভন, লাসিথ মালিঙ্গা এবং ব্রেট লি-র মতো ক্রিকেটাররা যশস্বীর প্রশংসা টুইট করেছেন ৷ এমনকি তাঁকে দ্রুত জাতীয় দলের জার্সিতে দেখার দাবিও উঠেছে ৷ তবে, যশস্বীর কাছে দিনের সেরা পোস্ট হয়তো মর্ডান ডে মাস্টারের ইনস্টা স্টোরি ৷

যশস্বীকে অভিনন্দন জানিয়েছে বিরাটের পোস্ট

বিরাট কোহলি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘‘অসাধারণ, আমার দেখা সেরা কয়েকটি ব্যাটিংয়ের মধ্য় অন্যতম ৷ অসাধারণ প্রতিভা যশস্বী জয়সওয়াল ৷’’

বীরেন্দ্র সেওয়াগ নিজে মাঠে নেমে বোলারদের চোখে চোখ রেখে শাসন করতেন ৷ হেলায় মাঠের বাইরে ফেলে দিতেন পেসারদের ৷ বৃহস্পতিবার যশস্বীকেও তেমনটাই করতে দেখেছেন ৷ স্বভাবতই উচ্ছ্বসিত বীরু ৷ তিনি টুইট করেন, ‘‘এই বাচ্চাটা খুবই স্পেশাল ৷ ওর খেলা সাবলিল শটগুলি দারুণ উপভোগ করলাম ৷ হ্যাশট্যাগ যশস্বী জয়সওয়াল ৷’’

আরও পড়ুন:নন্দনকাননে 'যশস্বী' জয়সওয়াল, গো-হারা হেরে আঁধারে নাইটরা

রাজস্থান রয়্যালসের বোলিং কোচ লাসিথ মালিঙ্গাও তরুণ এই প্রতিভায় মুগ্ধ ৷ জানালেন যশস্বী তাঁর পছন্দের তরুণ ব্যাটার ৷ শ্রীলঙ্কান এই কিংবদন্তী লেখেন, "যশস্বী আমার পছন্দের তরুণ ভারতীয় ব্যাটার ! তোমাকে দ্রুত ভারতীয় রংয়ে (ব্লু জার্সি) দেখতে মুখিয়ে রয়েছি ৷" আরেক প্রাক্তন বাঁ-হাতি ভারতীয় যশস্বীর এই ইনিংসে মুগ্ধ ৷ তিনি সুরেশ রায়না ৷ লিখেছেন, "দ্রুততম আইপিএল হাফ সেঞ্চুরির জন্য অভিনন্দন যশস্বী ৷ তোমার কঠিন পরিশ্রমের ফল পাচ্ছ ৷ তোমার এই অসাধারণ স্কিল, তোমাকে অনেকদূর নিয়ে যাবে ৷ চালিয়ে যাও ৷"

সূর্যকুমার যাদবও যশস্বীর ব্যাটিংয়ের ভক্ত হয়ে গিয়েছেন ৷ তিনি টুইট করেন, "স্পেশাল ইনিংস ৷ স্পেশাল প্লেয়ার ৷ তোমাকে কুর্নিশ যশস্বী ৷" এই ম্যাচে মাত্র 2 রানের জন্য মরশুমের দ্বিতীয় সেঞ্চুরি হাতছাড়া হয়ে গেল ৷ তবে, এতে যশস্বী জয়সওয়ালের কিছুই করার ছিল না ৷ স্কোরবোর্ডে তাঁর জন্য তোলার মতো রান অবশিষ্ট ছিল না ৷ তবু, অধিনায়ক সঞ্জু স্যামসন তাঁকে ছক্কা মেরে সেঞ্চুরি করার সুযোগ দিয়েছিলেন ৷ কিন্তু, শার্দূলের বলে বাউন্ডারির বেশি এগোতে পারেননি তিনি ৷

এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেটিয়ামে 124 রানের ইনিংস খেলেছিলেন যশস্বী ৷ সেবার তাঁর ইনিংসের প্রশংসা করেছিলেন খোদ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ৷ উল্লেখ্য, গত ঘরোয়া মরশুমেও যশস্বী যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন মুম্বই দলের হয়ে ৷ রঞ্জিতে ডবল সেঞ্চুরিও করেছেন যশস্বী জয়সওয়াল ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details