কলকাতা, 25 মে :এবারের আইপিএল-এর প্রথমদিকে একেবারেই ছন্দে ছিলেন না বিরাট কোহলি । 14 ম্যাচে 306 রান করেছেন আরসিবি-র প্রাক্তন অধিনায়ক । গড় মাত্র 23.77। তবে লিগের একেবারে শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে করেন 73 রান। আর এটাই বিরাটের ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে । বৃহস্পতিবার ইডেনে 47 হাজার দর্শকের সামনে ব্যাট করতে নামবেন বিরাট (Virat Kohli at Eden)। রয়্যালসদের আইপিএল ট্রফির স্বাদ দিতে এই ম্যাচটা তাঁদের জিততেই হবে ।
গোটা আইপিএল কেরিয়ারে বিরাটের ধারেকাছে কেউ নেই । এখনও অবধি 221টি ম্যাচে 6592 রান এসেছে তাঁর ব্যাট থেকে । সর্বোচ্চ রান 113 । পাঁচটা শতরানের পাশাপাশি রয়েছে 44টা অর্ধ শতরান । স্ট্রাইক রেট 129.33 । শেষবার লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে খেলতে নেমে দুশমন্ত চামিরার প্রথম বলেই আউট হয়ে ফিরতে হয়েছিল বিরাটকে । তাই এবার তার জবাব দিতে তৈরি থাকবেন তিনি । চামিরার পাশাপাশি বিরাটদের জন্য বড় কাঁটা হয়ে উঠতে পারেন ফর্মে তাহাকা মহসিন খান । কিছুটা বাইরের দিকে বল সুইং করানোর প্রবণতা রয়েছে তাঁর । আর সেই কারণেই মঙ্গলবার যাদবপুর ক্যাম্পাসের মাঠে সেই রকম বলেই অনুশীলন করতে দেখা গেল বিরাটকে । সুইং সামাল দিতে স্টেপ আউট করে খেলতে দেখা যায় তাঁকে ।