মুম্বই, 22 এপ্রিল : চেন্নাই সুপার কিংগসের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৷ আর তার জেরে 50 শতাংশ ম্যাচ ফি কাটা গেল কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যানের ৷ আইপিএলের নিয়ম অনুযায়ী 12 লক্ষ টাকা ম্যাচ ফি কাটা গিয়েছে তাঁর ৷ বুধবার টস জিতে প্রথমে ফিল্ডি করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক ৷ যেখানে প্রথমে ব্যাট করে চেন্নাই 20 ওভারে 3 উইকেট হারিয়ে 220 রান করে ৷ জবাবে ব্যাট করতে নেমে 202 রানে অল আউট হয়ে যায় কলকাতা ৷
আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও দল স্লো ওভার রেটের আওতায় এলে প্রথম ম্যাচের ক্ষেত্রে অধিনায়কের ম্যাচ ফি-র 50 শতাংশ কাটা যাবে ৷ সেই নিয়ম মেনেই চেন্নাই ম্যাচে স্লো ওভার রেটের কারণে 50 শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে মরগ্যানের ৷ যেখানে মোট 12 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে কেকেআর অধিনায়ককে ৷ প্রসঙ্গত, এর পর আবারও কোনও ম্যাচে স্লো ওভার রেটের আওতায় এলে মরগ্যানের একশো শতাংশ ম্যাচ ফি কাটা যাবে ৷ সেই সঙ্গে প্লেয়িং ইলেভেনর বাকি সদস্যদের 25 শতাংশ ম্যাচ ফি কাটা হবে ৷ একই ঘটনা তৃতীয়বার ঘটলে অধিনায়ককে 30 লক্ষ টাকা জরিমানা এবং এক ম্যাচ নির্বাসনের শাস্তি হবে ৷ সেই সঙ্গে প্লেয়িং ইলেভেনের বাকিদের 50 শতাংশ ম্যাচ ফি কাটা যাবে ৷