পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: 500 ড্রোনে ইডেনে বিনোদন অনুষ্ঠান, হাহাকার টিকিটের

আইপিএল ঘিরে ক্রিকেট জ্বরে কাঁপছে শহর ৷ ইডেনে 500 ড্রোনের বিনোদন ও ম্যাচ উপভোগ করতে টিকিটের হাহাকার পড়ে গিয়েছে ৷

IPL 2023 ETV Bharat
ইডেন

By

Published : Apr 3, 2023, 8:02 PM IST

Updated : Apr 3, 2023, 8:09 PM IST

কলকাতা, 3 এপ্রিল: “বিরাট কোহলিকে দেখব । তাই টিকিটের দাম নিয়ে কুছ পরোয়া নেহি ৷” বান্ধবীকে পাশে নিয়ে বছর ছাব্বিশের যুবার সগর্ব প্রস্থান প্রমাণ করল ময়দানে আইপিএল পক্ষ চলছে । 8 হাজার টাকা দিয়ে এক-একটি টিকিট কিনছেন আইপিএল মত্ত ক্রিকেটপ্রেমীরা ।

ময়দানের বটতলা, মহমেডান তাঁবুর চারপাশ কিংবা তালতলা টেন্টের আশপাশে কান খাঁড়া রাখলেই আপনি শুনতে পাবেন টিকিটের দর নিয়ে নিচু স্বরে চলছে দর কষাকষি । হাজারের নীচে যাবতীয় টিকিট কালোবাজারে নিঃশেষিত । 1200 থেকে 8 হাজার টাকার টিকিট দরাদরি করলে হাতে আসছে । তবে সাধারণের নাগালের বাইরে সেই দর ।

ইডেনে আইপিএল জ্বর

একটি বেসরকারি সংস্থার মাধ্যমে অনলাইনে টিকিট বাজারে এসেছে । এবং তা নিঃশেষিত । সিএবি-র যুগ্মসচিব নরেশ ওঝা বলছেন, 15 শতাংশ টিকিট তাঁদের হাতে আসে। এবং সেটা হাতে এসেছে কি না, সেই খবর এখনও তিনি পাননি । সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় টিকিটের আয়োজন, বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন কোনও বিনোদন অনুষ্ঠান হবে কি না, তা মঙ্গলবার জানাবেন । তবে আয়োজন যে হয়েছে তা নিশ্চিত ।

500টি ড্রোনের সাহায্যে লেজার শোয়ের আয়োজন করা হয়েছে । যা অনুষ্ঠিত হবে দুই ইনিংসের বিরতিতে । আইপিএল উদ্বোধনে লেজার শোয়ের ব্যবস্থা হলেও কোনও ম্যাচে তা হয়নি । সে দিক থেকে ইডেন পথ দেখাচ্ছে । ম্যাচ ঘিরে আয়োজনের খুঁটিনাটি বিশদে জানানোর জন্য সিএবি সভাপতি আরও একটি দিন অপেক্ষা করছেন ।

টিকিট নিয়ে চলছে দর কষাকষি

প্রথমবার আইপিএলের ফ্যান পার্ক করা হচ্ছে । এই রাজ্যে কৃষ্ণনগর এবং কোচবিহারে ফ্যান পার্ক করা হয়েছে । কৃষ্ণনগরে বৃহস্পতিবার ফ্যান পার্ক হলেও কোচবিহারের ফ্যান পার্ক হবে মে মাসে । তিন বছর পরে ইডেনে আইপিএল । ক্রিকেট বিশ্বের সবচেয়ে দামি লিগের ম্যাচ নিয়ে সাজোসাজো রব সিএবি-তে । ময়দানের ক্রিকেট ক্লাবগুলো কোটার টিকিট তুলতে ভিড় জমিয়েছে । পদাধিকারীদের ঘরেও ভিড় যথেষ্ট । এরই মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সোমবার সন্ধ্যায় শহরে চলে এসেছে । মঙ্গলবার তারাও অনুশীলনে নেমে পড়বে । সবদিক থেকে ইডেনজুড়ে আইপিএল জ্বর । যা দ্রুত সংক্রমিত হচ্ছে ক্রিকেট ভক্তদের মধ্যে ।

আরও পড়ুন:চিন্নাস্বামীতে 'বিরাট' প্রত্যাবর্তন, চিপকে 'মসিহা' হয়ে উঠতে পারবেন মাহি ?

Last Updated : Apr 3, 2023, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details