কলকাতা, 23 মে : বৃষ্টির ভ্রুকুটিতে কঠিন পরীক্ষা এখন ইডেন জুড়ে । প্লে-অফ দ্বৈরথে নামতে গুজরাত টাইটান্স, রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শহরে চলে এসেছে ৷ যদিও রবিবার অনুশীলনে নামতে পারেনি কোনও দলই ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইপাস ক্যাম্পাসের মাঠে অনুশীলনের কথা থাকলেও ঝড়-বৃষ্টিতে হোটেলের জিম এবং বিনোদন পার্কেই সময় কাটালেন কোহলিরা (Possibility of rain in the IPL Playoffs in Kolkata) ।
অন্যদিকে, ঠিক একই সময়ে ইডেন জুড়ে চলেছে প্লে-অফ আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি । শনিবাসরীয় সন্ধ্যার ঝোড়ো হাওয়া সঙ্গে বিরাট বৃষ্টি, দুইয়ের দাপটে বিধ্বস্ত হয়েছিল ইডেন গার্ডেন্স । সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল প্রেসবক্সের । ভেঙে গিয়েছিল প্রেসবক্সের কাঁচ । যুদ্ধকালীন তৎপরতায় তা মেরামত করা হয়েছে । সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, ইডেনের যা পরিকাঠামো, তাতে ম্যাচের দিন বৃষ্টি হলে তা থামার একঘণ্টার মধ্যে ফের ম্যাচ শুরু করে দেওয়া যাবে ৷
রবিবার হালকা ঝড়-বৃষ্টির মধ্যেই বাইশ গজের পাশাপাশি মাঠের বাকি অংশেরও পরিচর্যা করেছেন মালিরা । পুরো মাঠ মোটা আচ্ছাদনে ঢেকে রাখা হয়েছে । পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, দু'ম্যাচেই বড় ইনিংস দেখবে ইডেনের বাইশ গজ । তিনি বলেন, “180-এর কাছাকাছি রান ওঠার সম্ভাবনা রয়েছে । ব্যাটসম্যানরা যেমন ব্যাটিং করার সুযোগ পাবেন, তেমনই বোলাররাও সুবিধা পাবেন । ইডেনের উইকেটের চরিত্র অনেক দিনই বদলে গিয়েছে । উইকেটে ঘাস থাকছে । ফলে ক্রিকেটারদের পাশাপাশি দর্শকরাও উপভোগ্য ম্যাচ দেখতে পাবেন ৷”