কলকাতা, 22 মে:শুধু মোহনবাগান সুপার জায়ান্টস সমর্থকরাই নন, ইডেনে লাল-হলুদ সমর্থকদের প্রবেশের ক্ষেত্রেও বাধার সামনে পড়তে হয়। কলকাতা নাইট রাইডার্সকে সমর্থনের উদ্দেশ্য নিয়ে এবং ক্রিকেট দেখার জন্য শনিবার ইডেনে ভিড় করেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরাও। পরনে ছিল লাল-হলুদ জার্সি। কিন্তু গেটে তাঁদের বাধার সম্মুখীন হতে হয়। টিকিট পরীক্ষক জানিয়ে দেন অন্য ক্লাব বা ফুটবল ক্লাবের জার্সি পড়ে প্রবেশ করার অনুমতি নেই। এমনকী কলকাতা নাইট রাইডার্সের স্পনসর বাদে অন্য কোনও স্পনসর রয়েছে এমন জার্সি পড়ে প্রবেশ করা যাবে না। এমনই এক ভিডিয়ো সামনে এল এবার ৷
ইস্টবেঙ্গলের বর্তমান লগ্নিকারী সংস্থা ইমামির লোগো লাগানো জার্সি পরে লাল-হলুদ সমর্থকটি ইডেনে ঢুকতে গিয়েছিলেন। টিকিট পরীক্ষকের বাধার প্রত্যুত্তরে লাল-হলুদ সমর্থকটি বলেন এমন অভিজ্ঞতা প্রথম হচ্ছে। টিকিটে এই ধরনের কোনও নির্দেশিকা নেই। অন্য কোনও উপায় না-দেখে লাল-হলুদ সমর্থকটি প্রবেশের অনুমতি পাওয়ায় কী করতে হবে তা জানতে চান। টিকিট পরীক্ষকটি সেই সময় কেকেআরের জার্সি এগিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেটা পড়তে অস্বীকার করেন লাল-হলুদ ওই সমর্থক। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের ইনভেস্টরের নাম এবং জার্সির স্পনসরের ওপর ব্ল্যাকটেপ দিয়ে ঢেকে দেন টিকিট পরীক্ষক।