শারজা, 24 সেপ্টেম্বর : মরু শহরে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে দারুণ শুরু করেছে চেন্নাই সুপার কিংস ৷ প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে ধোনি অ্যান্ড কোং ৷ উল্টো ছবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৷ কলকাতা নাইট রাইডার্সের কাছে তাদের প্রথম ম্যাচে নাস্তানাবুদ হয়েছে বিরাটবাহিনী ৷ নাইট বোলাদের সামনে মাত্র 92 রানে শেষ হয়ে গিয়েছিল বিরাট-ডি'ভিলিয়ার্স-ম্যাক্সওয়েল সমৃদ্ধ আরসিবি ব্যাটিং লাইন-আপ ৷ শুক্রবার তাই ধোনিদের বিরুদ্ধে সতর্কিতভাবে পা-ফেলতে চাইছে কোহলি অ্যান্ড কোং ৷ তবে এদিন ধূলিঝড়ের জন্যে নির্ধারিত সময়ে হল না আরসিবি-সিএসকে ম্যাচের টস ৷
নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর টস করতে নামেন দুই অধিনায়ক ৷ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ৷ টস দেরিতে হওয়ায় নির্ধারিত সময়ের 15 মিনিট পর খেলা শুরু হয় ৷ অর্থাৎ ভারতীয় সময় সন্ধ্যা 7টা 45 মিনিটে ম্যাচ শুরু হয় ৷ সিএসকে আগের ম্যাচের দল অপরিবর্তিত রাখলেও দলে দু'টি পরিবর্তন করেছে আরসিবি ৷ সচিন বেবি ও কাইল জেমিসনের পরিবর্তে দলে ঢুকেছেন নভদীপ সাইনি ও টিম ডেভিড ৷ এদিন আইপিএলে অভিষেক হল ডেভিডের ৷
টস জিতে সিএসকে ক্যাপ্টেন ধোনি বলেন, "ছোট মাঠ, আউটফিল্ডের কোনও কোনও জায়গা ভিজে রয়েছে ৷ শেষবার এখানে যখন খেলেছিলাম, তখন পরের দিকে শিরির পরে ছিল ৷ আমরা আগের ম্যাচের দল নিয়েই মাঠে নামছি ৷ আগের ম্যাচে অম্বাতি রায়ডু চোট পেলেও এই ম্যাচ খেলতে কোনও অসুবিধা নেই ৷ "