আবুধাবি, 26 সেপ্টেম্বর : রবিবার আবুধাবিতে কেকেআর-এর বিরুদ্ধে সিএসকে ক্য়াপ্টেনের নয়া রেকর্ড ৷ টপকে গেলেন প্রাক্তন নাইট অধিনায়ককে ৷ উইকেটর পিছনে গ্লাভস হাতে ভেঙ্কটেশ আইয়ারের ক্যাচ নিয়ে দীনেশ কার্তিকের রেকর্ড ভাঙেন মহেন্দ্র সিং ধোনি ৷ এতদিন উইকেটকিপার হিসেবে আইপিএলে সর্বাধিক ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল কার্তিকের দখলে ৷ এদিন নাইটদের বিরুদ্ধেই ডিকে-কে টপকে যান মাহি ৷
আইপিএলে উইকেটকিপার হিসেবে 116টি ক্যাচ নিয়ে শীর্ষে গেলেন ধোনি ৷ এতদিন কার্তিকের 115টি ক্যাচ নিয়ে শীর্ষে ছিলেন কার্তিক ৷ তবে 155টি শিকার করে আগে থেকেই শীর্ষে ছিলেন ধোনি ৷ যার মধ্যে 116টি ক্যাচ এবং 39টি স্টাম্পিং ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন কার্তিক ৷ নাইট উইকেটকিপারের শিকারের সংখ্যা 146 ৷ যার মধ্যে 115টি ক্যাচ ও 31টি স্টাম্পিং ৷ তিন নম্বরে রয়েছেন রবিন উথাপ্পা ৷ উইকেটের পিছনে তাঁর শিকারের সংখ্যা 90 ৷ যার মধ্যে 58টি ক্যাচ ও 32টি স্টাম্পিং ৷