পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: তিলোত্তমায় কি এই শেষ 'ধোনি শো'? আশঙ্কা নিয়েই ইডেনে মাহিভক্ত রাম - ধোনি শো

শনিবাসরীয় ক্লাবহাউজ এবং পারিপ্বার্শিক অবস্থা দেখলে কলকাতায় যে এই শেষ 'ধোনি শো' তা হয়তো খানিকটা দৃঢ় হতে পারে ৷ তাই আবেগে এক ধোনি ভক্ত জানালেন, মাহি অবসর নিক তা তিনি চান না ৷

IPL 2023
ধোনিভক্ত রামবাবু

By

Published : Apr 22, 2023, 11:03 PM IST

ইডেনে ধোনিভক্ত রাম বাবু

কলকাতা, 22 এপ্রিল: তিলোত্তমায় 'ধোনি শো' কি এই শেষবারের মতো হতে চলেছে। শনিবাসরীয় ক্লাবহাউজ এবং পারিপ্বার্শিক অবস্থা দেখলে সেই বিশ্বাস খানিকটা দৃঢ় হতে পারে ৷ আর সেই কারণেই টিকিটের চাহিদা হয়তো তুঙ্গে। সিএবি কর্তারা বিকেল থেকে কার্যত অফিস ছাড়া। দরজা বন্ধ। বাইরে দাঁড়িয়ে থাকা দ্বাররক্ষীরা বলছেন কর্তারা কখন আসবেন তা জানা নেই। আগামিকালের ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ছাপিয়ে মহেন্দ্র সিং ধোনি বনাম উপচে পড়া আবেগের। গতকাল হায়দরাদকে হারিয়ে আরও একবার আইপিএল-অবসর নিয়ে নিজের মতামত জানিয়েছেন ক্যাপ্টেন কুল ৷ তাতেই ধোনির অনুরাগীরা মনে করেছেন হয়তো এটাই তিলোত্তমায় শেষ ধোনি শো ? নিজেকে ধোনির 'ডাই-হার্ট' ফ্য়ান দাবি তো অনুরোধ করে জানালেন, ধোনি যেন আরও খেলতে থাকেন ৷

ইডেনে এদিন ধোনির ওই ভক্ত তথা রাম বাবু উপস্থিত হয়ে জানালেন, তিনি দেশের মাটিতৈ ধোনির প্রতিটি ম্যাচে উপস্থিত থেকেছেন। ইডেনের এই ম্যাচও তাই বাদ দিচ্ছেন না। রামবাবু বলছেন, ধোনি আরও কয়েকবছর খেলুক। ডান হাতে মাসলে ধোনির নামে ট্যাটু করিয়েছেন তিনি ৷ তাঁর মতে প্রবাদ বাক্য অনুযায়ী, "জব তক সূরয, চাঁন্দ রেহেগা ধোনি তেরা নাম রেহেগা ৷" অর্থাৎ যতদিন আকাশে সূর্য, চাঁদ থাকবে ততদিন ধোনিও অক্ষয় থাকবেন।"

অন্যদিকে, এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্স আজ ইডেনে প্র্যাকটিস সারল। ফুটবল খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন গুরবাজ। বিশ্রাম নিতে হোটেলেই থাকলেন আন্দ্রে রাসেল। প্রথম একাদশে আসতে পারেন বাঁহাতি স্পিনার বৈভব আরোরা। প্র্যাকটিস শেষে চন্দ্রকান্ত পণ্ডিত ক্রিকেটারদের নিয়ে টিম মিটিং সারলেন। ফের হারলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা জোরালো হবে। তাই বিশেষ সতর্কতা। তবে আমজনতা ম্যাচের চেয়ে ধোনি জ্বরে আক্রান্ত হতে আগ্রহী।

আরও পড়ুন:সামনে ধোনি ব্রিগেড, হারের হ্যাটট্রিক ভুলে ঘুরে দাঁড়ানোর আশায় নাইটরা

এদিকে ইডেনে রবিবারের ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি হওয়ার চল্লিশ শতাংশ সম্ভাবনা রয়েছে ৷ সিএবি অবশ্য সামলাতে প্রস্তুত। সত্তর জন মাঠকর্মী এবং তিনটি সুপারসপার তৈরি রাখা হচ্ছে। বৃষ্টি থামলে পনেরো মিনিটের মধ্যে খেলা শুরু করা যাবে। আগামিকাল ইডেনে বেল বাজাবেন রিচা শর্মা। মাঠে কেকেআরের তরফে উপস্থিত থাকার কথা রয়েছে জুহি চাওলার ৷ এদিকে টিকিট নিয়ে কালোবাজারে নকল টিকিট বিক্রি হচ্ছে যা ক্রেতারা অভিযোগ করছেন। যদিও কালোবাজারের বিকিকিনিতে সিএবি-র দায় নেই। তাই রবিবাসরীয় ম্যাচ ঘিরে উন্মাদনা যে তুঙ্গে, তা বলার অপেক্ষা রাখে না ।

ABOUT THE AUTHOR

...view details