আবুধাবি, 25 সেপ্টেম্বর : দুরন্ত দিল্লি ! প্রথম পর্বের মতো চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বেও ছুটছে ক্যাপিটালস ৷ শনিবার রাজস্থান রয়্যালসকে 33 হারিয়ে ফের লিগ তালিকায় এক নম্বরে চলে গেল দিল্লি ক্যাপিটালস ৷ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লির 155 রান তাড়া করতে নেমে 121 রানে থেমে যায় রাজস্থান ৷ ক্যাপ্টেন সঞ্জু স্যামসন একা লড়াই করলেও শেষরক্ষা হয়নি ৷
দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট ও বলে দারুণ পারফর্ম করেছিলেন রয়্যালস ক্রিকেটাররা ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচেই ব্যর্থ রয়্যালস ব্যাটাররা ৷ 155 রান তাড়া করতে নেমে লড়াই করতে ব্যর্থ রাজস্থান ৷ শুরুতেই ডাগ-আউটে ফেরেন দুই ওপেনার লিয়াম লিভিংস্টোন ও জস্বশী জসওয়াল ৷ মাত্র 6 রানে দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকে রয়্যালসবাহিনী ৷ ক্যাপ্টেন স্যামসন একা কুম্ভের মতো লড়াই করলেও শেষরক্ষা হয়নি ৷
রয়্যালসের মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছন ৷ ক্যাপ্টেন স্যামসন 70 এবং মহিপাল লোমরোর 19 রান করেন ৷ 53 বলের ইনিংসে আটটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রয়্যালস অধিনায়ক ৷ স্যামসন লড়াই করলেও তাঁকে সঙ্গে দেওয়ার কেউ ছিল না ৷ ফলে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 121 রানের বেশি তুলতে পারেনি রাজস্থান ৷ দিল্লির হয়ে দারুণ বোলিং করেন আনরিখ নর্টজে ৷ 4 ওভারে মাত্র 18 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন তিনি ৷ 20 রান দিয়ে একটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ৷