মুম্বই, 20 এপ্রিল :আইপিএলে বাকি ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে রীতিমত দুশ্চিন্তায় ফেলে দিয়েছে দিল্লি ক্যাপিটালস ৷ পারফরম্যান্স নয়, কারণটা কোভিড সংক্রমণ ৷ বাকি দলগুলো এখনও সুরক্ষিত থাকলেও ঋষভ পন্থদের স্কোয়াডে করোনা সংক্রমণ বেড়েই চলেছে ৷ বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামার কয়েকঘণ্টা আগে করোনা আক্রান্ত হলেন দিল্লির আরেক বিদেশি ক্রিকেটার (Tim Seifert tests positive for COVID) ৷
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দিল্লির স্কোয়াডে কোভিড সংক্রমণের তালিকায় নয়া সংযোজন কিউয়ি স্টাম্পার-ব্যাটার টিম সেইফার্ট ৷ যদিও দলের বাকিরা সুস্থ থাকায় বুধবার সন্ধেয় পূর্ব নির্ধারিত সূচি মেনেই ম্যাচ হবে বলে জানা গিয়েছে (DC to play against PBKS today at Brabourne stadium) ৷