বেঙ্গালুরু, 6 মে: প্রথম পর্বে 23 রানে বড় জয় ছিনিয়ে নিয়েছিল আরসিবি । ম্যাচের পর বিরাট কোহলি-সৌরভ গঙ্গোপাধ্যায়ের করমর্দন বিতর্ক পরিবেশন করেছিল চর্চার মুচমুচে সব উপাদান । সে যাইহোক, প্রথম পর্বের মতো এদিন চলতি আইপিএলের ফিরতি ম্যাচেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঝলমলে অর্ধশতরান এল বিরাট কোহলির ব্যাটে । কিন্তু তফাৎ এই যে, গত ম্যাচের মতো মাথা উঁচু করে নয়, ঘরের মাঠে শনিবার কোহলি তথা রয়্যাল চ্যালেঞ্জার্সকে মাঠ ছাড়তে হল মাথা নীচু করেই । সহজেই আরসিবি'র দেওয়া চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা তাড়া করে ম্যাচ জিতে নিল দিল্লি। 20 বল বাকি থাকতে ম্যাচ জিতে প্লে-অফের দৌড়েও ভেসে রইল ডেভিড ওয়ার্নার ব্রিগেড ।
181 রান তাড়া করে দিল্লি জিতল 7 উইকেটে । 45 বলে 87 রান করে দিল্লির ম্যাচ জয়ের নায়ক ফিল সল্ট । ব্রিটিশ স্টাম্পার-ব্যাটার মারলেন 8টি চার, 6টি ছক্কা । যোগ্য সঙ্গত পেলেন রিলে রোসোর থেকে । সল্ট আউট হলেও 22 বলে 35 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন প্রোটিয়া ব্যাটার । ওয়ার্নার-মার্শের ইনিংস লম্বা না-হলেও তা খুব বেশি প্রভাব ফেলল না ।