নয়াদিল্লি, 21 এপ্রিল: ফিরোজ শা কোটলায় বৃষ্টির জেরে ম্যাচ শুরু হল পাক্কা একঘণ্টা দেরিতে । যদিও ওভারে কোনওরকম হেরফের হয়নি । কিন্তু সেই বারিধারা নাইটদের হারের ক্ষত ধুইয়ে দিতে পারল কই ? গত দু'টি ম্যাচ হেরে কোণঠাসা নাইটরা লিগ টেবিলে একেবারে তলানিতে থাকা দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফিরতে চেয়েছিল জয়ের সরণিতে । কিন্তু বৃষ্টিবিঘ্নিত কোটলায় নাইটদের ভাগ্য সুপ্রসন্ন হল না গত দু'ম্যাচের মতোই । বরং টস জিতে ডেভিড ওয়ার্নার পার্পল ব্রিগেডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে ম্যাচটা অর্ধেক জিতে নিলেন । 127 রান তাড়া করতে সহজ ম্যাচ কঠিন করে 4 উইকেটে জিতল ডিসি ।
জয়ে ফিরতে মরিয়া নাইটরা এদিন চার-চারটি পরিবর্তন নিয়ে নামে দিল্লির বিরুদ্ধে । এরমধ্যে উল্লেখযোগ্য জেসন রয় এবং লিটন দাস, দুই ওপেনারকে একইসঙ্গে একাদশে অন্তর্ভুক্ত করা । রয় রান পেলেন তবে ব্যর্থ লিটন । ওপার বাংলার ওপেনারের মতোই ব্যর্থ নাইটদের বাকি ব্যাটাররাও । শেষদিকে রাসেলের 31 বলে 38 স্কোর কিছুটা সম্মানজনক জায়গায় নিয়ে যায় । ক্যারিবিয়ান পিঞ্চ হিটারের 4টি ছয়ের মধ্যে তিনটিই আসে অন্তিম ওভারে । জেসন রয় করেন 39 বলে 43 । বাকিদের মধ্যে কেবল দু'অঙ্কে পৌঁছন অনুকূল রায় ।