আমেদাবাদ, 28 মে: কাট-অফ টাইম রাখা হয়েছিল রাত 12টা বেজে 6 মিনিট । ওই সময়ে খেলা শুরু হলেও নিদেনপক্ষে পাঁচ ওভারের ফাইনাল আয়োজন সম্ভব হত । কিন্তু সন্ধে থেকে অবিরাম বৃষ্টির পর মাঠ প্রস্তুত করতে ন্যূনতম একটা সময় প্রয়োজন হয় । তাই রাত 11টা বাজার কিছু আগে মাঠ পরিদর্শন করে দুই আম্পায়ার রবিবারের মতো ফাইনাল মুলতুবি ঘোষণা করলেন । তবে নিরাশ হওয়ার কোনও কারণ নেই অনুরাগীদের । কারণ, আগামিকাল অর্থাৎ, সোমবার রিজার্ভ ডে'তে অনুষ্ঠিত হবে ষষ্ঠদশ আইপিএল ফাইনাল ।
সবচেয়ে আশার কথা, সোমবার আবহাওয়ার পূর্বাভাসও ইতিবাচক ইঙ্গিতই দিচ্ছে । রবিবারের টিকিটেই দর্শকরা আগামিকালের ম্যাচ দেখতে পারবেন বলে জানানো হয়েছে বোর্ডের তরফে । রবিবাসরীয় মোতেরায় সন্ধে সাড়ে 6টা থেকে শুরু হয় মুষলাধারে বৃষ্টি ৷ টস পর্যন্ত আয়োজন করা সম্ভব হয়নি । ফলত কাট-অফ টাইমে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছিল 2023 আইপিএল ফাইনাল ৷ যা সত্যি হলে, গত 15 বছরের ইতিহাসে প্রথমবার পাঁচ ওভারের ফাইনালের সাক্ষী থাকত ক্রিকেট জনতা ৷ কিন্তু, সেটা হল না রাত প্রায় 11টা পর্যন্ত বৃষ্টি অবিরত থাকায় ৷ রাত 10টা 55 মিনিটে এদিনের মতো খেলা কলড-অফ করা হয় ।
কাট-অফ সময়ের আগে রাত 9টা 35 মিনিটের মধ্যে খেলা শুরু হলে, কোনওরকম ওভার বা বল কমানো হবে না বলেও জানানো হয় ৷ তারপর সময় যত পিছোবে, ওভার তত কমবে । খেলা শুরু হওয়ার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর এমনই সিদ্ধান্ত গৃহিত হয় ।