আমেদাবাদ, 29 মে:মোতেরায় গতকাল চারিদিকে ধ্বনিত হচ্ছে ধোনি...ধোনি আর জাড্ডু জাড্ডু ৷ কারণটা শেষে চার-ছক্কা হাঁকিয়ে স্যর জাদেজার আইপিএল 2023-এর একেবারে অবিশ্বাস্য পরিসমাপ্তি করা ৷ ম্যাচ তথা টুর্নামেন্টের শেষ দু'টি বলে প্রথমে ওভার বাউন্ডারি, তারপর বাউন্ডারি মেরে চেন্নাইকে আইপিএল জেতালেন রবীন্দ্র জাদেজা। মোট পাঁচবার আইপিএল জিতল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ফাইনালে শেষ বলে পাঁচ উইকেটে জিতল চেন্নাই। জাদেজার জন্ম গুজরাতেই। সেই মাঠেই গুজরাতকে হারিয়েই ট্রফি জিতলেন তিনি।
সোমবারের এই আইপিএল ট্রফি জেতার পর মুম্বই ইন্ডিয়ান্সকে ছুঁয়ে ফেলল চেন্নাই সুপার কিংস। দু-দলের ঝুলিতেই এখন পাঁচটি করে ট্রফি। গত বারের আইপিএলের ঠিক আগে ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেন। সিএসকে'র নেতৃত্ব তুলে দেওয়া হয় জাদেজার হাতে। কিন্তু দলের পারফরম্যান্স ভালো ছিল না সেইসঙ্গে পরপর ম্যাচে জাদেজার ব্যাট ও বলে পারফরম্যান্স না-থাকা চেন্নাইকে চাপে ফেলে দেয়। ফলত তাঁর উপর আর ভরসা রাখতে পারেনি চেন্নাই। তাই ফের দায়িত্ব আসে ধোনির হাতে। এরপরই শোনা যায়, জাদেজা খেলতে না-পারায় তাঁকে বসিয়ে দেওয়া হয়েছে ৷
কিন্তু গতকালের অনবদ্য ও দুরন্ত পারফরম্যান্সে সেই জাদেজার হাত ধরে চার-ছক্কায় নায়ক হয়ে ওঠেন তিনি ৷ এবারের আইপিএলে 16টি ম্যাচে 20টি উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে খুব বেশি রান না-করলেও সঠিক সময়ে নিজের জাত চিনিয়ে দিলেন ৷ হলুদ জার্সিতে ভরে ওঠা মোতেরা স্টেডিয়ামের মন ভালো করে দিল চেন্নাই সুপার কিংস। ম্যাচ শেষে জাদেজা এই জয় ধোনিকেই উৎসর্গ করলেন। জাদেজা বলেন, "আমাদের দলের বিশেষ সদস্যের নাম, মহেন্দ্র সিংহ ধোনি। তাঁকে এই জয় উৎসর্গ করছি। যে মাঠেই খেলতে গিয়েছি বিশাল সমর্থন পেয়েছি। সেই সব সমর্থককে অসংখ্য ধন্যবাদ।"