আমেদাবাদ, 29 মে: শেষ ওভারে দুরন্ত জাদেজা । রবীন্দ্র হাতে ভর করেই পঞ্চমবার আইপিএল জিতল চেন্নাই সুপার কিংস । শেষ বলে দরকার ছিল চারটি রান । মোহিত শর্মার বল থার্ড ম্যান দিয়ে ঠেলে যখন বাউন্ডারি পার করলেন জাড্ডু । মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেই একাসনে বসল চেন্নাই ।
অল্পের জন্য শতরান হাতছাড়া ৷ তবে ষষ্ঠদশ আইপিএল ফাইনালে যে ইনিংসটা সাই সুদর্শন খেললেন, তা বহুদিন মনে রাখবেন অনুরাগীরা ৷ আর বাঁ-হাতি সুদর্শনের ব্যাটেই ফাইনালে প্রথমে ব্যাট করে পাহাড়প্রমাণ রান করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ সেইসঙ্গে খেতাব ধরে রাখার পথে এক পা বাড়িয়েও রাখল বলা য়ায় ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সোমবার মেগা ফাইনালে উজ্জ্বল বাংলার ঋদ্ধিমানও ৷ মূল্যবান অর্ধশতরান এল পাপালি(ঋদ্ধির ডাকনাম)-র ব্যাটে ৷ সবমিলিয়ে চেন্নাইকে 215 রানের লক্ষ্যমাত্রা দিল গুজরাত ৷
সুদর্শন করলেন 47 বলে 96 রান ৷ 8টি চার এবং 6টি ছক্কায় সাজানো ছিল তাঁর বিস্ফোরক ইনিংস ৷ অন্যদিকে 5টি চার একটি ছয়ে সাজানো ঋদ্ধির 39 বলে 54 রানের ইনিংস ৷ 12 বলে 21 রানে অপরাজিত রইলেন অধিনায়ক হার্দিক ৷ অনুরাগীদের মুখে হাসি ফুটিয়ে ফাইনালের রিজার্ভ ডে'তে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয় টস ৷ টস জিতে প্রথমে গুজরাত টাইটান্সকে প্রথমে ব্যাট করতে পাঠান চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷