পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL Final 2023: জাদেজার জাদুতে পঞ্চমবার খেতাব ধোনির

পঞ্চমবার খেতাব ঘরে তুলল চেন্নাই । 5 উইকেটে গুজরাতকে হারিয়ে দিলেন ধোনিরা ।

IPL Final
জাদেজার জাদুতে পঞ্চমবার খেতাব ধোনির

By

Published : May 29, 2023, 7:26 PM IST

Updated : May 30, 2023, 6:28 AM IST

আমেদাবাদ, 29 মে: শেষ ওভারে দুরন্ত জাদেজা । রবীন্দ্র হাতে ভর করেই পঞ্চমবার আইপিএল জিতল চেন্নাই সুপার কিংস । শেষ বলে দরকার ছিল চারটি রান । মোহিত শর্মার বল থার্ড ম্যান দিয়ে ঠেলে যখন বাউন্ডারি পার করলেন জাড্ডু । মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেই একাসনে বসল চেন্নাই ।

অল্পের জন্য শতরান হাতছাড়া ৷ তবে ষষ্ঠদশ আইপিএল ফাইনালে যে ইনিংসটা সাই সুদর্শন খেললেন, তা বহুদিন মনে রাখবেন অনুরাগীরা ৷ আর বাঁ-হাতি সুদর্শনের ব্যাটেই ফাইনালে প্রথমে ব্যাট করে পাহাড়প্রমাণ রান করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ সেইসঙ্গে খেতাব ধরে রাখার পথে এক পা বাড়িয়েও রাখল বলা য়ায় ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সোমবার মেগা ফাইনালে উজ্জ্বল বাংলার ঋদ্ধিমানও ৷ মূল্যবান অর্ধশতরান এল পাপালি(ঋদ্ধির ডাকনাম)-র ব্যাটে ৷ সবমিলিয়ে চেন্নাইকে 215 রানের লক্ষ্যমাত্রা দিল গুজরাত ৷

জাদেজার জাদুতে পঞ্চমবার খেতাব ধোনির

সুদর্শন করলেন 47 বলে 96 রান ৷ 8টি চার এবং 6টি ছক্কায় সাজানো ছিল তাঁর বিস্ফোরক ইনিংস ৷ অন্যদিকে 5টি চার একটি ছয়ে সাজানো ঋদ্ধির 39 বলে 54 রানের ইনিংস ৷ 12 বলে 21 রানে অপরাজিত রইলেন অধিনায়ক হার্দিক ৷ অনুরাগীদের মুখে হাসি ফুটিয়ে ফাইনালের রিজার্ভ ডে'তে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয় টস ৷ টস জিতে প্রথমে গুজরাত টাইটান্সকে প্রথমে ব্যাট করতে পাঠান চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷

টস জিতে ধোনি জানান, বৃষ্টির পূর্বাভাসের কারণেই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ৷ বৃষ্টির কারণে মোতেরার বাইশ গজ দীর্ঘক্ষণ ঢাকা থাকলেও চরিত্র খুব একটা বদলায়নি বলেই মত ধোনির ৷ পক্ষান্তরে গুজরাত দলনায়ক হার্দিক পান্ডিয়া জানান, টস হেরে তাঁর কোনও আক্ষেপ নেই ৷ একইসঙ্গে ঝড়-বৃষ্টির বিষয়টিও তাঁদের হাতে নেই বলে জানান বরোদা অলরাউন্ডার ৷ কোনও পরিবর্তন ছাড়াই ফাইনালে নেমেছে হার্দিকের দল ৷ উলটোদিকে শিবম দুবেকে পরিবর্ত হিসেবে রেখে এদিন ফাইনালের একাদশ সাজান ধোনি অ্যান্ড কোম্পানি ৷

ষষ্ঠদশ ফাইনালের মঞ্চে 250তম আইপিএল ম্যাচ খেলছেন মাহি ৷ যে রেকর্ড আর কোনও ক্রিকেটারের নেই ৷ এদিন হার্দিকের সঙ্গে চেন্নাই অধিনায়ক টস করতে নামতেই শব্দব্রহ্মে ফেটে পড়ে মোতেরার গ্যালারি ৷ আইপিএল ফাইনাল খেলার প্রশ্নেও সবার উপরে ধোনি ৷ চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে এটি ধোনির দশম আইপিএল ফাইনাল ৷ আরও একটি ফাইনাল তিনি খেলেছেন পুনের জার্সিতে ৷ মাইলস্টোন ম্যাচে রানের পাহাড় ডিঙিয়ে চেন্নাইকে আইপিএলের সবচেয়ে সফল ফ্যাঞ্চাইজি হিসেবে ধোনি প্রতিষ্ঠা করতে পারেন কি না, সেটাই দেখার ৷

আরও পড়ুন:অবিরাম বারিধারায় সম্ভব হল না টসও, আইপিএল ফাইনাল গড়াল রিজার্ভ ডে'তে

Last Updated : May 30, 2023, 6:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details