দুবাই, 10 অক্টোবর : গুরুত্বপূর্ণ ম্যাচে হয়ত ঠিক এমনই চেয়েছিল দিল্লি ক্য়াপিটালস ৷ এক ওপেনারের দুরন্ত শুরু এবং অধিনায়ক ঋষভ পন্থের অধিনায়কোচিত ব্য়াটিংয়ে প্রথম কোয়ালিফায়ারে রানের পাহাড়ে দিল্লি ৷ মরুশহরে এদিন পৃথ্বী এবং পন্থের ঝোড়ো ব্যাটিংয়ে চেন্নাইকে 173 রানের কঠিন লক্ষ্যমাত্রা ছুড়ে দিল দিল্লি ক্য়াপিটালস ৷ প্রথমে ব্যাট করে চলতি আইপিএল মরসুমে এটাই সর্বাধিক স্কোর দিল্লির ৷ অর্থাৎ, মোক্ষম সময়ে নিজেদের নামের প্রতি সুবিচার করলেন দিল্লি ব্যাটাররা ৷
টস জিতে এদিন ঋষভ পন্থের দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠান মহেন্দ্র সিং ধোনি ৷ শিখর ধাওয়ান সুবিধা না করতে পারলেও শুরু থেকেই ঝড় তোলেন আরেক ওপেনার পৃথ্বী শ ৷ শ্রেয়স আইয়ারের 8 বলে 1 রান হতাশ করলেও পৃথ্বীর মারমুখী মেজাজ সেই হতাশা ভুলিয়ে দেয় ৷ মাত্র 27 বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি ৷ 7টি চার এবং 3টি ছয়ে 34 বলে 60 রান করে পৃথ্বী ফেরার পর দলের ব্য়াটন ধরেন অধিনায়ক ঋষভ পন্থ ৷ যোগ্য সঙ্গত করেন শিমরন হেটমেয়ার ৷ স্বল্প রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দিল্লি এই দুই ব্য়াটারের ব্য়াটেই পাল্টা চাপে ফেলে দেয় চেন্নাইকে ৷