পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2021: ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হতেই জাদেজাদের নিয়ে ছক কষে ফেলেন ধোনিরা - চেন্নাই সুপার কিংস

19 সেপ্টেম্বর থেকে মরু শহরে শুরু হচ্ছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ নির্ধারিত সময় এপ্রিলে দেশের মাটিতে আইপিএলের চতুর্দশ সংস্করণ শুরু হলেও কোভিডের কারণে তা মাঝপথেই স্থগিত হয়ে যায় ৷ পয়েন্ট তালিকায় দ্বিতীয়স্থানে থেকে মরু শহরে আইপিএলের দ্বিতীয় পর্বে নামবে ধোনির চেন্নাই সুপার কিংস ৷

IPL 2021
ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হতেই জাদেজাদের নিয়ে ছক কষে ফেলেন ধোনিরা

By

Published : Sep 10, 2021, 9:30 PM IST

দুবাই, 10 সেপ্টেম্বর: ম্যাঞ্চেস্টার টেস্ট স্থগিত হয়ে যাওয়ায় আইপিএলে খেলা ক্রিকেটারদের মরুশহর যাত্রা ত্বরান্বিত হল ৷ শনিবারই তাদের ক্রিকেটারদের ম্যাঞ্চেস্টার থেকে দুবাই ফিরিয়ে আনার তৎপরতা শুরু করে দিল চেন্নাই সুপার কিংস ৷ চলতি মাসের 19 তারিখ প্রথম ম্যাচ খেলতে নামছে ধোনি অ্যান্ড কোং ৷

আইপিএল-এর প্রস্তুতি নিয়ে বরাবরই বাড়তি তৎপর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৷ শুক্রবার ম্যাঞ্চেস্টারে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট স্থগিত হয়ে যেতেই তাঁদের ক্রিকেটারদের শনিবারই দুবাইয়ে উড়িয়ে আনার ব্যবস্থা করতে চলেছে সিএসকে ৷ দলের তিন ক্রিকেটার রবীন্দ্র জাডেজা, চেতেশ্বর পুজারা ও শার্দুল ঠাকুর শনিবারই দুবাইয়ে উড়িয়ে আনার কথা জানান সিএসকে সিইও কাশী বিশ্বনাথন । শুক্রবার ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট স্থগিত হওয়ার পর সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, "টেস্ট ম্যাচ যখন আর হচ্ছেই না, তখন আমাদের ক্রিকেটারদের শনিবারই দুবাইয়ে নিয়ে চলে আসব ৷"

মরু শহরে পৌঁছনোর পরে ক্রিকেটারদের অন্তত ছ'দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর দলের বাকিদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন ইংল্যান্ড ফেরত ক্রিকেটাররা। প্রথম দল হিসেবে মরু শহরে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব খেলতে দুবাই পৌঁছে গিয়েছেন ধোনিরা ৷ এই মুহূর্তে বায়ো-বাবলে রয়েছেন সিএসকে ক্রিকেটাররা ৷

আরও পড়ুন :ছক্কা হাঁকিয়ে বল হারালেন ধোনি, তারপর...

সিএসকে সিইও বিশ্বনাথনের কথাতেই পরিষ্কার, জাডেজাদের নিয়ে আর অপেক্ষা করতে চায় না চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। 2021 আইপিএল-এর দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে 19 সেপ্টেম্বর। প্রথম দিনই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ৷ দ্বিতীয় পর্বে নামার আগে সাত ম্যাচে 5টি জিতে 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিএসকে ৷ আর 8 ম্যাচে 6টি জিতে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস ৷ সাত ম্যাচে ধোনিদের মতো সমসংখ্যক পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

ABOUT THE AUTHOR

...view details