চেন্নাই, 16 নভেম্বর: দীর্ঘ বিতর্কের অবসান । আসন্ন আইপিএল-এও হয়েলো আর্মিদের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি । আগামী মাসে আইপিএলের নিলাম । তার আগেই একথা জানিয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের সিইও কেএস বিশ্বনাথন (CSK CEO confirms Dhoni as captain ) । এদিন সিএসকে টিভি'কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 2023 মরশুমেও দলকে নেতৃত্ব দেবেন ধোনি (MS Dhoni to lead CSK in IPL ) । অন্যদিকে, শেষ পর্যন্ত রবীন্দ্র জাডেজাকেও ধরে রেখেছে চেন্নাই (Indian Premier League updates) ।
2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৷ তারপরে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, ইন্ডিয়ান প্রিমিয়র লিগে কি দেখা যাবে ধোনিকে ? সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে মহেন্দ্র সিং ধোনি শুধু মাঠেই নামেননি, চতুর্থবারের জন্য ট্রফিও এনে দিয়েছেন চেন্নাই সুপার কিংস শিবিরে ৷ যদিও ধোনি জানিয়েছিলেন, তাঁর ক্রিকেট ক্যারিয়ারের শেষ পর্যায়ে তিনি রয়েছেন ৷ তিনি এখনও নিশ্চিত নন যে কতদিন আইপিএলে খেলা চালিয়ে যাবেন । ফলে জল্পনা শুরু হয়েছিল তাঁর আইপিএল কেরিয়ার নিয়েও ৷ পরের মরশুমেও মাঠে নেমেছিলেন তিনি ।
এর আগে ক্য়াপ্টেন কুল জানিয়েছিলেন, চেন্নাইয়েই তাঁর শেষ টি-20 ম্যাচ খেলতে চান তিনি। আইপিএল 2019 থেকেই ধোনি চেন্নাইয়ে খেলেননি ৷ মহামারীর জন্য তার পরের বছর সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল । 2021-এর আইপিএলের প্রথম পর্বে চিন্নাস্বামী স্টেডিয়ামে সিএসকের খেলা পড়েনি ৷ সংক্রমণ বাড়ায় ভারতের বাইরে হয় দ্বিতীয় পর্ব ।