কলকাতা, 5 মার্চ: আইপিএল-এর প্রস্তুতিতে নেমে পড়লেন মহেন্দ্র সিং ধোনি ৷ এ বছরের আইপিএলের প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে সিএসকে ৷ সেখানে দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে যোগ দিয়েছেন মাহিও (Mahendra Singh Dhoni Pad-up for Preparing IPL) ৷ চেন্নাই সুপার কিংসের সোশাল মিডিয়া পেজে সেই ছবি ও ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ প্রথম দিনে নেটে নকিং করতে দেখা গিয়েছে দেশকে দুটো বিশ্বকাপ দেওয়া অধিনায়ককে ।
উল্লেখ্য, 2019 সালের বিশ্বকাপের সেমি-ফাইনালের পর দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন মাহি ৷ এরপর একটি সোশাল মিডিয়া পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন ৷ তবে আইপিএল-এ খেলোর কথা তখনই জানান ৷ সেই মতো 2020 সাল থেকে শুধুমাত্র আইপিএল খেলছেন ৷ তাই তাঁর অনুরাগীরা প্রতিবছর এই টুর্নামেন্টের জন্য অপেক্ষা করে থাকেন ৷ গতবছর ধোনি জানান, যতদিন ফিট রয়েছেন ততদিন আইপিএল খেলবেন ৷
2008 সাল থেকে এখনও পর্যন্ত ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস চারবার আইপিএল খেতাব জিতেছে ৷ কিন্তু, গত মরশুমে আইপিএল-এর শুরুতে ধোনি সিএসকে-এর অধিনায়কত্বের দায়িত্ব রবীন্দ্র জাদেজাকে তুলে দেন ৷ তবে, জাদেজা সেই গুরুদায়িত্ব পালনে ব্যর্থ হন ৷ জাদেজার নেতৃত্বে চেন্নাই একের পর এক ম্যাচ হারতে থাকে ৷ অধিনায়কত্বের চাপ রবীন্দ্র জাদেজার খেলাতেও প্রভাব ফেলে ৷ ফলে মরশুমের মাঝখান থেকে ধোনিকেই অধিনায়কত্বের ব্যাটন ফের নিজের হাতে তুলে নিতে হয় ৷