পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Deepak Chahar : গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব সিএসকে ক্রিকেটারের - পঞ্জাব কিংস

এ দৃশ্য সাধারণত দেখা যায় গ্যালারিতে দর্শকদের মধ্যে ৷ কিন্তু বৃহস্পতিবার দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়াম সাক্ষী থাকল এক অপূর্ব দৃশ্যের ৷ ম্যাচ চলাকালীনই ভিভিআইপি গ্যালারিতে উঠে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন চেন্নাই সুপার কিংসের তারকা পেসার ৷

Deepak Chahar
গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব সিএসকে ক্রিকেটারের

By

Published : Oct 7, 2021, 8:17 PM IST

Updated : Oct 7, 2021, 8:44 PM IST

দুবাই, 7 অক্টোবর : এ দৃশ্য সাধারণত দেখা যায় গ্যালারিতে দর্শকদের মধ্যে ৷ কিন্তু বৃহস্পতিবার দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়াম সাক্ষী থাকল এক অপূর্ব দৃশ্যের ৷ ম্যাচ চলাকালীনই ভিভিআইপি গ্যালারিতে উঠে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন চেন্নাই সুপার কিংসের তারকা পেসার দীপক চাহার ৷

খেলার মাঠে বান্ধবীকে বিয়ের প্রস্তাব নতুন ঘটনা নয় ৷ তবে তা যদি কোনও খেলোয়াড় হয়, তবে অবশ্যই ক্যামেরার লেন্স তাক করে থাকেই ৷ আইপিএলের ইতিহাস প্রথমবার ৷ কোনও ভারতীয় ক্রিকেটার দর্শক ভর্তি গ্যালারিতে হাঁটু গেড়ে বসে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন ৷ এমন ছবি এই প্রথম ৷ মহেন্দ্র সিং ধোনির দলের তারকা দীপক চাহার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ শেষে গ্যালারিতে গিয়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন।

ক্রিকেটার প্রেমিকের এ হেন প্রস্তাবে প্রথম লজ্জায় দু'হাত দিকে মুখ ঢাকেন ৷ তারপরই ভারতীয় দলের এই ক্রিকেটারকে জড়িয়ে দিয়ে সম্মতি দেন । তারপর হয় আঙটি বদল । দু'জনে পরস্পরকে আঙটি পরিয়ে দেন । গ্যালারিতে থাকা বাকি দর্শকরা হাততালি দিয়ে ভারতীয় ক্রিকেটের এই ভবিষ্যৎ কাপলকে অভিনন্দন জানান । মরু শহরে আইপিএল ম্যাচ চলাকালীন দীপক ও তাঁর বান্ধবীর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয় ৷ আইপিএল ও চেন্নাই সুপার কিংস ৷ তাদের অফিশিয়াল টুইটারে হ্যান্ডেলে চাহারের বান্ধবীকে প্রোপোজ করার ভিডিয়ো পোস্ট করে ৷

আরও পড়ুন : ঝুলন-ফিটজপ্যাটরিকের নামে টুর্নামেন্ট ঘোষণার পরামর্শ

বাইশ গজে দিনটা ভাল যায়নি দীপক ও তাঁর দলের ৷ বল হাতে চার ওভারে 48 রান দিয়ে একটি মাত্র উইকেট পান । দল চেন্নাই সুপার কিংসও 6 উইকেটে হারে পঞ্জাব কিংসের কাছে ৷ বাইশ গজের বাইরে দিনটি অবিস্মরণীয় করে রাখলেন সিএসকে-র এই ক্রিকেটার ৷

Last Updated : Oct 7, 2021, 8:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details