চেন্নাই, 21 এপ্রিল: চিপকে বল হাতে জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা, মসৃণ ব্যাটে যোগ্য সঙ্গত ডেভন কনভয়ের । দু'য়ের যুগলবন্দিতে চলতি আইপিএলে চতুর্থ জয় তুলে নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল চেন্নাই সুপার কিংস । সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া 135 রানের লক্ষ্যমাত্রা 8 বল বাকি থাকতে সহজেই তুলে নিল ধোনি অ্যান্ড কোম্পানি । তাও আবার মাত্র 3 উইকেট হারিয়েই । 3 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ জাড্ডু । আর কনওয়ে খেললেন 57 বলে 77 রানের ঝোড়ো ইনিংস ।
সিএসকে'র জয়ে এদিন আরও একজনের অবদানের কথাও না-বললেই নয় । তিনি অবশ্যই মহেন্দ্র সিং ধোনি । একটি ক্যাচ, একটি স্টাম্পিং, ডাইরেক্ট থ্রো'য়ে একটি রান-আউট । 41 বছর বয়সে এসেও দলের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন ঝাড়খণ্ডের বাসিন্দা । চিপকে এদিন টসভাগ্যও সঙ্গ দেয় মাহিকে । রান তাড়া করার পথেই হাঁটেন তিনি । তবে হ্যারি ব্রুক এবং অভিষেক শর্মা সানরাইজার্সের হয়ে শুরুটা গতিতেই করেছিলেন । কিন্তু ব্রুকের ইনিংস 18 রানের বেশি লম্বা হয়নি ।