মুম্বই, 15 এপ্রিল :শুক্রবার চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের বোলার দীপক চাহার (CSK all-rounder Deepak Chahar ruled out of the IPL for injury) ৷ এবার চাহারের কোমরে চোট লেগেছে ৷ এর আগে তিনি হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছিলেন ৷ সেই ঘটনাটি ঘটে গত ফেব্রুয়ারিতে ৷ সেই সময় চাহার দেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছিলেন ৷
অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্টের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে (Delhi Capitals physio Patrick Farhart tested positive for COVID-19) ৷ এছাড়া চোটের জন্য আইপিএল (Indian Premier League) থেকে ছিটকে গেলেন আরও এক পেসার ৷ তিনি রাশিখ সালাম ৷ তিনি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলছিলেন ৷ তাঁর বদলে দিল্লির পেসার হারসিত রানাকে দলে অন্তর্ভুক্ত করেছে শ্রেয়স আইয়ারের দল ৷ আইপিএল কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, এর জন্য হরসিতকে কেকেআর 20 লক্ষ টাকা দেবে ৷ এবারের আইপিএলে ওটাই ছিল হরসিতের বেস প্রাইজ ৷