পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: ধোনি বন্দনায় বুঁদ তিলোত্তমা, উন্মাদনায় নাইটদের বলে বলে গোল সুপার কিংস সমর্থকদের

ধোনি ম্যাজিক দেখার অপেক্ষায় বুঁদ কলকাতা। 23 এপ্রিল দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে চাইছেন ক্রিকেটপ্রেমীরা। যাঁরা এই ম্যাচের টিকিট পেয়েছেন, তাঁদের কাছে হাতে চাঁদ পাওয়ার মতো বিষয়। কেননা অনেকেরই মতে ইডেনে খেলতে হয়তো আর দেখা যাবে না ভারতীয় ক্রিকেটের মহেন্দ্রবাবুকে ৷

IPL 2023
ইডেনে ধোনি সমর্থকরা

By

Published : Apr 23, 2023, 8:45 PM IST

কলকাতা, 23 এপ্রিল:ইডেনে নাইটদের ম্যাচ ৷ অথচরবিবাসরীয় দুপুর থেকে ধর্মতলা চত্বরের রং হলুদ। সব রাস্তার অভিমুখ ইডেন। সিংহভাগ মানুষের গায়ে চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি। যে জার্সির নম্বর সাত। ইডেন গার্ডেন্সের অন্দরে প্রবেশ করলে আপনার দৃষ্টিভ্রম হতে বাধ্য। সাতষট্টি হাজার দর্শকাসনের অধিকাংশ হলুদ জার্সির দখলে। প্রেসবক্সে ম্যাচের অফিসিয়াল স্কোরার যখন বললেন ওয়েলকাম টু ইডেন, তখন আপনার মনে হতে পারে বোধহয় ঘোষণায় ভুল হচ্ছে। নিরন্তর চেন্নাই এবং ধোনিকে নিয়ে চিৎকার শুনে মনে হতেই পারে আপনি ইডেনে নয় বরং চিপকে বসে রয়েছেন। নীতীশ রানার মনে হতে পারে দিল্লি থেকে তাঁরা কলকাতা নয় চেন্নাইতে খেলতে এসেছেন। ইডেনে কলকাতা নাইট সমর্থকদের সমর্থনের আওয়াজ যেন ডিজে বক্সের সামনে রেডিয়োর মতোই ফিকে শোনাচ্ছে ।

পরিস্থিতি সুবিধের নয়, বুঝতে পেরে রবিবারের বিকেলে নাইট ম্যানেজমেন্ট দর্শকাসনে বেগুনি পতাকা রেখে তাঁদের সমর্থকদের জায়গা নিশ্চিত করল। নাইট বনাম চেন্নাই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী। রবিবার তা যাবতীয় নজিরকে ছাপিয়ে গেল। দুপুরে ভিক্টোরিয়া থেকে ইডেন পর্যন্ত ধোনির জন্য মিছিল করলেন ঝাড়খণ্ড থেকে আসা একদল দর্শক। আইপিএলে ধোনির দু'শোতম ম্যাচের উদযাপন করতে তাঁরা কেক কাটলেন। কলকাতা চিরকালই খেলতে আসা কিংবদন্তি খেলোয়াড়ের সমর্থনে দ্বিধাবিভক্ত হয়ে যায়। রবিবারই হয়তো শেষ ৷ এরপর হয়তো ইডেনে খেলতে দেখা যাবে না ভারতীয় ক্রিকেটের মহেন্দ্রবাবুকে ৷ তাই আয়োজনটা এবার আরোকটু স্পেশাল ৷

আরও পড়ুন:নন্দনকাননে ধোনি শো, টস জিতে ফিল্ডিং করছে কেকেআর

তিলোত্তমার বাইশগজে মাহিকে শেষবারের মতো দেখতে শুধু কলকাতার ক্রিকেটপ্রেমীরাই নন, ইডেনমুখী হতে দেখা যায় নেপাল, বাংলাদেশ, ঝাড়খণ্ড-সহ বিভিন্ন জায়গার ক্রিকেট অনুরাগীদের। দুপুর থেকে ময়দান চত্বরে জার্সি-টুপি-পতাকার বাজারে চাহিদা বেশি চেন্নাই সুপার কিংসের। টিকিটের দাম ছিল নূন্যতম তিন হাজার। কালোবাজারীরা বলছেন সাড়ে সাতশো, এক হাজার, দেড় হাজার টিকিট বিকোচ্ছে যথেচ্ছ হারে। সাড়ে 4 থেকে 5 হাজার টাকা একটি টিকিটের জন্য দিতে ক্রেতারা অরাজি হচ্ছেন না। অনেকে ময়দানে বসে রয়েছেন। কারণ তাঁরা টিকিট পাননি। সবমিলিয়ে ইডেনে ধোনির 'লাস্ট শো'য়ে উন্মাদনায় নাইটদের হাফডজন গোল সুপার কিংসের ৷

ABOUT THE AUTHOR

...view details