কলকাতা, 23 এপ্রিল:ইডেনে নাইটদের ম্যাচ ৷ অথচরবিবাসরীয় দুপুর থেকে ধর্মতলা চত্বরের রং হলুদ। সব রাস্তার অভিমুখ ইডেন। সিংহভাগ মানুষের গায়ে চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি। যে জার্সির নম্বর সাত। ইডেন গার্ডেন্সের অন্দরে প্রবেশ করলে আপনার দৃষ্টিভ্রম হতে বাধ্য। সাতষট্টি হাজার দর্শকাসনের অধিকাংশ হলুদ জার্সির দখলে। প্রেসবক্সে ম্যাচের অফিসিয়াল স্কোরার যখন বললেন ওয়েলকাম টু ইডেন, তখন আপনার মনে হতে পারে বোধহয় ঘোষণায় ভুল হচ্ছে। নিরন্তর চেন্নাই এবং ধোনিকে নিয়ে চিৎকার শুনে মনে হতেই পারে আপনি ইডেনে নয় বরং চিপকে বসে রয়েছেন। নীতীশ রানার মনে হতে পারে দিল্লি থেকে তাঁরা কলকাতা নয় চেন্নাইতে খেলতে এসেছেন। ইডেনে কলকাতা নাইট সমর্থকদের সমর্থনের আওয়াজ যেন ডিজে বক্সের সামনে রেডিয়োর মতোই ফিকে শোনাচ্ছে ।
পরিস্থিতি সুবিধের নয়, বুঝতে পেরে রবিবারের বিকেলে নাইট ম্যানেজমেন্ট দর্শকাসনে বেগুনি পতাকা রেখে তাঁদের সমর্থকদের জায়গা নিশ্চিত করল। নাইট বনাম চেন্নাই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী। রবিবার তা যাবতীয় নজিরকে ছাপিয়ে গেল। দুপুরে ভিক্টোরিয়া থেকে ইডেন পর্যন্ত ধোনির জন্য মিছিল করলেন ঝাড়খণ্ড থেকে আসা একদল দর্শক। আইপিএলে ধোনির দু'শোতম ম্যাচের উদযাপন করতে তাঁরা কেক কাটলেন। কলকাতা চিরকালই খেলতে আসা কিংবদন্তি খেলোয়াড়ের সমর্থনে দ্বিধাবিভক্ত হয়ে যায়। রবিবারই হয়তো শেষ ৷ এরপর হয়তো ইডেনে খেলতে দেখা যাবে না ভারতীয় ক্রিকেটের মহেন্দ্রবাবুকে ৷ তাই আয়োজনটা এবার আরোকটু স্পেশাল ৷