পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: ঘরের মাঠে সুবিধা নিতে না পারাতেই ব্যর্থতা, মানছেন নাইট কোচ

আইপিএলে বর্তমানে কোন পজিশনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ? প্লে অফে আসার সম্ভাবনা কতটা রয়েছে দলের ? এই বিষয়ে কী বলছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ?

Etv Bharat
চন্দ্রকান্ত পণ্ডিত

By

Published : May 19, 2023, 10:43 PM IST

কলকাতা, 19 মে: জিতলেও প্লে-অফ নিশ্চিত নয় । বড় ব্যবধানে জিতলেও প্লে অফের আশা সুতোর ওপর ঝুলে থাকবে। হারলে তো কোনও অঙ্কই কাজ করবে না । ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা আশা শেষ ধরে নিয়ে পারফরম্যান্সের ময়নাতদন্ত করতে শুরু করে দিয়েছেন । অধিনায়ক নীতিশ রানা ইডেনে হোম অ্যাডভান্টেজ না-পাওয়ার জন্য আক্ষেপ করেছেন ।

রহমানউল্লাহ গুরবাজ ভাগ্য সঙ্গ না-দেওয়ার কথা বলেছেন । বেশ কয়েকটি ম্যাচে ভালো জায়গায় থেকেও জিততে না-পারার কথা তাঁর মুখে । কলকাতা নাইট রাইডার্স শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টসের । এবারের টুর্নামেন্টেরও শেষ ম্যাচ জিতে অন্তত মুখরক্ষা করতে চাইছে নাইটরা । তাই সম্ভাবনা ক্ষীণ হলেও 100 শতাংশ উজাড় করে দেওয়ার কথা বলছেন সকলেই ।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জেতার পর ইডেন নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা । ঘরের মাঠে বেশ কিছু ম্যাচে হার । সেই প্রসঙ্গ টেনেই নীতীশ রানা বলেছিলেন, "প্রতিটা দলই হোম অ্যাডভান্টেজ পাচ্ছে, শুধুমাত্র কেকেআর বাদ দিয়ে ।" নিজেদের পারফরম্যান্সে কোথায় খামতি ছিল তা অবশ্য কমই শোনা গিয়েছে নীতীশের গলায় ।

আরও পড়ুন :ভাগ্য সঙ্গ না দেওয়াতেই নাইটদের বিপর্যয়, বলছেন গুরবাজ

শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে শুক্রবার সাংবাদিক সম্মেলনে এলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত । প্রথমবার সাংবাদিক সম্মেলনে এসে অধিনায়ক নীতীশকে আড়াল করতে গিয়ে উলটে যেন কাঠগড়ায় দাঁড় করালেন । প্লে অফের সম্ভাবনা এখনও রয়েছে বলে দাবি করলেও পরিস্থিতিটা যে জায়গায় দাঁড়িয়ে তাতে আশা কম এটাও বুঝিয়ে দিলেন । এর মধ্যে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালো কলকাতা এবং লখনউয়ের অনুশীলনে । দুই দলই অর্ধেক প্র্যাকটিস করে সাজঘরে ঢুকে পড়তে বাধ্য হল । পরপর দু'দিন বৃষ্টি বিঘ্নিত নাইটদের অনুশীলন ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে শনিবারও বৃষ্টি বিঘ্নিত হতে পারে কলকাতা বনাম লখনউ ম্যাচ । এই অবস্থায় শনিবারের ম্যাচে কী লক্ষ্য থাকবে কেকেআরের ? এই বিষয়ে চন্দ্রকান্ত পণ্ডিত বলছেন, "প্রতিটা দলই প্লে-অফের জন্যই খেলছে । তবে আমরা পয়েন্ট টেবল দেখছি না । শুধুমাত্র একটা ম্যাচ হিসেবে দেখছি এবং এই ম্যাচটা বড় ব্যবধানে জিতে টিকে থাকতে চাই । তারপর যা হবে আমাদের হাতে নেই ।" তবে আলোচনার কেন্দ্রে বারবার ফিরে এসেছে নাইট অধিনায়কের হোম অ্যাডভান্টেজ না পাওয়ার আক্ষেপ ।

শুক্রবারের সাংবাদিক সম্মেলনে উঠে এল নীতীশ রানার সেই মন্তব্যের প্রসঙ্গও । ইডেনে হোম অ্যাডভান্টেজ প্রসঙ্গে যে মূলত পিচ নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন নীতীশ, এ বিষয়ে ধোঁয়াশা নেই । যদিও কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তাঁকে আড়াল করতে চাইলেন এবং তা করতে গিয়ে যে মন্তব্য করলেন তাতে নীতীশের দাবিই খণ্ডন হল । নাইট কোচ বলেন, "ঘরের মাঠে যখন খেলব, আমরা জিততে চাইব । হোম অ্যাডভান্টেজ বলতে আমি সেটাই বুঝি । আমরা যে ম্যাচগুলো জিততে পারতাম সেগুলো পারিনি । আমাদের হোম অ্যাডভান্টেজ নেওয়া উচিত ছিল, আমরা তাও নিতে পারিনি । আমার কাছে এটাই সহজ বিষয় । পিচ তো পরিবর্তন হবেই । ওয়াংখেড়েতেও হয়েছে । পিচ নিয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না ।"

অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছেন, গৌতম গম্ভীরের ডাগ আউটে থাকা অবশ্যই অ্যাডভান্টেজ । তবে তিনি এবং গম্ভীর নাইটদের প্রাক্তনী । তাই ইডেনটা কিছুটা হলেও চেনা । 15 পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়ার দৌড়ে কলকাতার থেকে সুবিধাজনক জায়গায় রয়েছে লখনউ । শনিবার জিতলে শুধু প্লে অফ নিশ্চিত হবে না, পয়েন্ট টেবিলে দু'নম্বরে উঠে যাবে ক্রুনাল পান্ডিয়ার দল । তাই পয়েন্ট টেবলের অঙ্কের চেয়ে নাইটদের ঘর থেকে জয় ছিনিয়ে নেওয়ার ওপর জোর দেওয়ার কথা বললেন মর্নি মর্কেল ।

শেষ ম্যাচের শেষ ওভারে মহসিন খানের দুরন্ত বোলিং জয় নিয়ে এসে দিয়েছে লখনউকে । বাবা গুরুতর অসুস্থ । এই অবস্থায় মানসিক জোর বজায় রেখে শেষ ওভারের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে । মর্নি মর্কেল বলছেন, মহসিনের মধ্যে ভবিষ্যতের তারকা হওয়ার মশলা রয়েছে । ওকে তৈরি করতে পারলে আখেরে উপকৃত হবে ক্রিকেট ।

আরও পড়ুন :মোহনবাগানকে বিশেষ সম্মান, শনিবার ইডেনে সবুজ-মেরুন জার্সিতে নামবেন ক্রুনালরা

ABOUT THE AUTHOR

...view details